অপরাধ

২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার পুলিশ অভিযানে গ্রেফতার ০৫

  অপরাধ ডেস্ক ২৫ জুন ২০২৪ , ৯:৫৯:৪৬ প্রিন্ট সংস্করণ

২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার পুলিশ অভিযানে গ্রেফতার ০৫
২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার পুলিশ অভিযানে গ্রেফতার ০৫

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ২৪/০৬/২০২৪ তারিখ গ্রেফতার ০৫ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৫ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) জহিরুল ইসলাম সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মারামারি
মামলার আসামী ১। তাপস গোয়ালা (৪২), পিতা-লালজি গোয়ালা, সাং-কাটাখালী সাহেব কোয়াটার, থানা-কোতোয়ালী,
জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) রফিকুল ইসলাম সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য
মামলার আসামী ১। মোঃ আরিফুল ইসলাম (২৩), পিতা-নুরুজ্জামান সাং-গোষ্টা কান্দাপাড়া, থানা- কোতোয়ালী,
জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

ইছাড়াও এসআই (নিঃ) শুভ্র সাহা, পলাশ কুমার রায়, এএসআই (নিঃ) আয়েছ মিয়া প্রত্যেকে থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৩ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
১। মোবাশ্বির হোসেন (৩০), পিতা-ছিদ্দিক মীর, স্থায়ী: গ্রাম- কুষ্টিয়া (চর দড়িকুষ্টিয়া নামাপাড়া) ,
উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
২। মোঃ হোসেন আলী (৩০), পিতা-মৃত তাহের আলী, স্থায়ী: গ্রাম- চর রাঘবপুর (শেষ মাথা) , উপজেলা/থানা-
ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
৩। ছিপতাইন, পিতা-মৃতঃ মির্জা আজাদ, স্থায়ী : সাং-৮২ নং সেনবাড়ী , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –
ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত