অপরাধ

ঢাকা আশুলিয়ার বাইপাইল হতে ৩৯২ বোতল ফেনসিডিলসহ, আটক ১

  ষ্টাফ রিপোর্টার ২৩ জুন ২০২৪ , ২:৪৮:১৬ প্রিন্ট সংস্করণ

ঢাকা আশুলিয়ার বাইপাইল হতে ৩৯২ বোতল ফেনসিডিলসহ, আটক ১
ঢাকা আশুলিয়ার বাইপাইল হতে ৩৯২ বোতল ফেনসিডিলসহ, আটক ১

ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে ৩৯২ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ২২ জুন ২০২৪ তারিখ দুপুরে র‍্যাব সদরদপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৪ ও র‍্যাব-১২ এর যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ৩৯২ বোতল ফেনসিডিলসহ নিম্নোক্ত ০১ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ শান্ত আহমেদ (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,গ্রেফতারকৃত আসামী বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও খবর

                   

সম্পর্কিত