অপরাধ ডেস্ক ২২ জুন ২০২৪ , ১২:৫৭:৪৫ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ এর নান্দাইল থানাধীন নান্দাইল চৌরাস্তা এলাকা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজা ও ০১টি প্রাইভেটকার‘সহ ০১ জন মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।
১। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে হত্যার মত জঘন্য কাজ থেকে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২। এরই ধারাবাহিকতায়, ইং ২১/০৬/২০২৪ তারিখ সকাল বেলা র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ থেকে ০১ জন মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজাসহ ময়মনসিংহের উদ্দেশ্যে আসতেছিল। উক্ত সংবাদ পাওয়ার পর অধিনায়ক, র্যাব-১৪ মহোদয়ের নির্দেশক্রমে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ইং ২১/০৬/২০২৪ খ্রি. তারিখ সকাল অনুমান ০৭.১০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার নান্দাইল চৌরাস্তা মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় কিশোরগঞ্জ থেকে আসা সাদা রংয়ের একটি প্রাইভেটকার থামালে প্রাইভেটকারের চালক মোঃ সুজন (৩৪), পিতা-মোঃ নাসির হাওলাদার, গ্রাম-ভাওরাইদ ২৩ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটককৃত প্রাইভেটকারের চালক মাদক ব্যবসায়ী মোঃ সুজন (৩৪) এর দেখানো মতে উক্ত প্রাইভেটকারের পিছনের ডালা(বক্স) থেকে ৫২ (বায়ান্ন) কেজি মাদকদ্রব্য গাঁজা, মাদক ব্যবসায়ী মোঃ সুজন(৩৪) এর ব্যবহৃত ০১টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মাদক বহনের কাজে ব্যবহৃত সাদা রংয়ের প্রাইভেটকারটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য = ৭,৮০,০০০/- (সাত লক্ষ আশি হাজার) টাকা। এ ব্যাপারে র্যাব কর্তৃক বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী (১) মোঃ সুজন (৩৪) এর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়।
৩। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
৪। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় মামলা দায়ের করতঃ আসামী হস্তান্তর করা হয়েছে।