রাঙামাটি প্রতিনিধিঃ রকিব উদ্দিন রকি ১৩ জুন ২০২৪ , ৮:৩০:৩৫ প্রিন্ট সংস্করণ
রাঙামাটি স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা এবং পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের রায়ে দণ্ডিত ব্যক্তি হলেন অংবাচিং মারমা প্রকাশ আবাসু প্রকাশ বামং। তার বয়স ৪৬ বছর।
১৩ জুন রোজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন। রাঙামাটিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর এটিই প্রথম মৃত্যুদণ্ডের রায়ে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন রায়ে বলেন, আসামি অংবাচিং মার্মা প্রকাশ আবাসু প্রকাশ বামং (৪৬), পিতা- উচাখ্যাই মার্মা, মাতা- উসাং মার্মা, গ্রাম- বড়খোলা পাড়া, থানা- চন্দ্রঘোনা, জেলা- রাঙামাটি পার্বত্য জেলা- কে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৪) (খ) ধারার অপরাধের দায়ে ১০ (দশ) বছরের সশ্রম কারাদন্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা এবং পেনাল কোড, ১৮৬০ এর ৩০২ ধারার অপরাধের দায়ে মৃত্যুদন্ড এবং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানার দন্ড প্রদান করেন। এসময় আসামির মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নিদের্শ দেন।
পাশাপাশি আসামিকে আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে জরিমানার অর্থ বিধি মোতাবেক জমা দানের নির্দেশনাও দেন। আসামি কর্তৃক পরিশোধিত জরিমানার অর্থ ভিকটিমের মাতা- পিতা ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবেন।
জানা গেছে, তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে রাঙামাটির চন্দ্রঘোনা থানার বড়খোলা এলাকায় প্রাইভেট পড়ানোর কথা বলে বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে তার প্রাইভেট মাষ্টার অংবাচিং মারমা। শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি এক পর্যায়ে চিৎকার করে। এতে অংবাচিং মারমা শিশুটিকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়। একপর্যায়ে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ছাত্রীটিকে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ বস্তা ভরে লুকানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে নিহত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় মামলা করেন।
পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম অভি বলেন, এ রায়ের মাধ্যমে আমাদের সমাজ ও রাষ্ট হতে শিশু ধর্ষণের মত জঘন্য অপরাধ রোধ হবে। পরবর্তীতে এ ধরনের অপরাধ করার মত সাহস আর কেও পাবে না। আমরা এ রায়ের পক্ষে সন্তুষ্ট প্রকাশ করছি।
রায় প্রকাশের পর ভিকটিমের বাবা এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন তিনি ও তার পরিবার এই রায়ে খুশী। পাশাপাশি তিনি এ রায়ের দ্রুত কার্যকর চান।