প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৪ , ১:০৯:১৭ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১৫/০৪/২০২৪ তারিখ গ্রেফতার ১১ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ১১ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আল মামুন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ আকাশ (২৫), পিতা-মোঃ জাহাঙ্গীর, মাতা-মোছাঃ পারভীন, সাং-পাটগুদাম বিহারী ক্যাম্প, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইত ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) সোহেল রানা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। লিমন (৪০), পিতামৃত-হোসেন আলী, সাং-৩১নং গোলকী বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) সাজ্জাদ হোসেন সজীব, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মইনুল ইসলাম রাসেল (৩২), পিতামৃত-নুরুল ইসলাম, সাং-টান লংগাইর, থানা-পাগলা, ২। আশিকুর জামান (৩৬) পিতা-মোঃ আসাদুজ্জামান সাং-২৪/বি কালিবাড়ী বাইলেন, থানা-কোতোয়ালী উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সোহেল রানা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। ফরহাদ (৩৫), পিতামৃত-দুলাল, সাং-বাশবাড়ী কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) জহিরুল ইসলা্ম, আলী আকবর, সাইদুর রহমান এএসআই(নিঃ) হুমায়ুন কবির-২, আয়েছ মিয়া, জয়নাল আবেদীন প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২ টি জিআর ০৩টি সিআর সাজা ও ০১টি সিআর সহ সর্ব মোট ০৬টি বডি তামিল করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০৩জন।
১। মোঃ মফিজুল ইসলাম , পিতা-মোঃ আঃ কাদির, স্থায়ী: (সাং-কুষ্টিয়া চকপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
২। মোঃ নজরুল ইসলাম , পিতা-মোঃ আঃ কাদের মেশুরী, স্থায়ী: গ্রাম- কুষ্টিয়া (সাং: চরদরি,কুষ্টিয়া পো: বিদ্যাগঞ্জ) উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ
৩। মোঃ কামরুল হাসান, পিতা-মৃত সামছুল হক, স্থায়ী: গ্রাম- পান্ডা পাড়া, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২জন।
১। চঞ্চল ওরফে গিট্রু, পিতা-আ: কদ্দুছ কসাই, স্থায়ী : (সাং: কাচিঝুলি) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
২। মোঃ হাফিজুল কাদির (৫৯), পিতা-মৃতঃ গিয়াস উদ্দিন, স্থায়ী: গ্রাম- শিকারী কান্দা (শিকারীকান্দা (মীর বাড়ী)।) উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১জন।
১। মোছাঃ রিনা বেগম, পিতা-মৃত- জনু মিয়া, স্বামী- নজরুল মিয়া, স্থায়ী: (সাং- আব্দুল্রাহপুর, পোষ্ট- আম্বিকাগঞ্জ বাজার), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।