অপরাধ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ২১ জন

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৪ , ১২:৪৮:৫৬ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ২১ জন
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ২১ জন

এসআই(নিঃ) সাজ্জাদ হোসেন সজীব, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ দেলোয়ার হোসেন (৪৪), পিতা-মৃত সুলতান মিয়া, সাং-আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড়, খানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০০ লিটনা মদ উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) রিফাত আল আফসানী, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। ইসমাইল হোসেন (২২), পিতা-আলাল উদ্দিন, সাং-মির্জাপুর বিলপাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) ফারুক আহমেদ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ মেহেদী হাসান অন্তর (১৯), পিতা-মোঃ শাহিন, সাং-চর নিলক্ষীয়া, ২। মমিন (৩০), পিতামৃত-কালাম, মাতা-মোমেনা বেগম, সাং-উজান ঘাগড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) সাইফুল ইসলাম মন্ডল, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির  চেষ্টা মামলার আসামী ১. মোঃ আকরাম হোসেন(২৬), পিতা-মৃত জাকির হোসেন, মাতা-হাসিনা বেগম, স্থায়ী-১: (আকুয়া দক্ষিনপাড়া গরুর খোয়ার মোড়) , ২। আল আমিন সজল (৩০), পিতা-আজিজ, মাতা-নুর বানু বেগম, সাং-স্টেশন রোড সূচনা মার্কেটের পিছনে, উভয় উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা–ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) খায়রুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। সাব্বির হোসেন শান্ত (২৬), পিতা-জালাল উদ্দিন, সাং-বয়ড়া শেষ মোড়, ২। শরিফুল ইসলাম (৩৮), পিতামৃত-আঃ করিম, সাং-নাটকঘর বাইলেন, উভয় থানা-কোতোয়ালী   জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) শুভ্র সাহা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আজিজুল হক (২৪),   পিতা-মোঃ লিয়াকত আলী, মাতা-মোছাঃ আমিনা খাতুন, সাং-চর হাসাদিয়া পশ্চিমপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ বাবু (৪২), পিতামৃত-তাছির শেখ, মাতামৃত-মতি বেওয়া, সাং-পূর্ব মুজাহাটা, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর, ৩। মোঃ হোসেন আলী (৩৫),  পিতা-মোঃ ইউনুস আলী, মাতামৃত-লালমন নেছা, সাং-চক শ্যামরামপুর মধ্যপাড়া, ৪। মোঃ শাহিন কাদির (২৩), পিতা-মোঃ হাফেজ উদ্দিন, মাতা-কমলা খাতুন, সাং-চর হাসাদিয়া পশ্চিম পাড়া, ৫। মোঃ আতিকুর রহমান (২৩), পিতা-মোঃ নাজিম উদ্দিন, মাতা-ফুলবানু, সাং-চর হাসাদিয়া, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।

    ইহাছাড়াও এসআই(নিঃ) শুভ্র সাহা, টিটু সরকার, তানভীর আহমেদ ছিদ্দীকী, এএসআই(নিঃ) কাজল মিয়া, আল আমিন, হুমায়ুন কবির-১ প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৬ টি সিআর সাজা, ০১টি সিআর ও ০২টি জিআর সহ সর্ব মোট ০৮টি বডি তামিল করেন।

সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০৫জন।

১। মোঃ শফিকুল ইসলাম, পিতা-আঃ আজিজ ফরাজী, স্থায়ী: গ্রাম- মহিষ মারী (মহিষমারী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

২। মোঃ সফিক ফরাজী, মোঃ আজিজুল হক ফরাজী, স্থায়ী: গ্রাম-মইসমাড়ী,পোঃমইসমাড়ী উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ

৩। ১। মোঃ শফিকুল ইসলাম, পিতা-আঃ আজিজ ফরাজী, স্থায়ী: গ্রাম- মহিষ মারী (মহিষমারী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

৪। মোঃ শহিদুল ইসলাম শহিদ হোসেন, প্রোপাইটর মেসার্স এন্টার প্রাইজ, পিতা-আলহাজ্ব আনোয়ার হোসেন, স্থায়ী: (সাং-৬০ জে আরকে মিশন রোড) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, ব্যবসায়ীক ঠিকানা-রঘুরামপুর, (শম্ভুগঞ্জ গোলচক্কর), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

৫। মোঃ মিন্টু মিয়া, পিতা-মোঃ হাফিজ উদ্দিন বেপারী, স্থায়ী: (সাং: আলালপুর ,পূর্বপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২জন।

১। মোঃ চাঁন মিয়া (৫৬), পিতা-মৃতঃ আঃ মান্নান, স্থায়ী: গ্রাম- মাইজ বাড়ী (মাইজবাড়ী) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ

২। মোঃ হাবিব (৩০), পিতা-নাজিম উদ্দিন, স্থায়ী : গ্রাম- কাচিঝুলি(কাচিঝুলি জেল রোড, (সুইমিং পুলের ভিতরে), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১জন।

১। মোঃ শফিকুল ইসলাম, পিতা-মোঃ আব্দুল আজিজ, স্থায়ী: (সাং-মহিষমারী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত