অপরাধ

সিঙ্গাইরে যুবকের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

  নিজস্ব প্রতিবেদক: আতিকুল ইসলাম ৬ জুন ২০২৪ , ৪:৪৯:৫১ প্রিন্ট সংস্করণ

সিঙ্গাইরে যুবকের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত
সিঙ্গাইরে যুবকের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

মানিকগঞ্জের সিঙ্গাইরে ছুরিকাঘাতে জিন্নত আলী(৬৫) নামে এক বৃদ্ধ নিহত। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জিন্নত আলী উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি পশ্চিমপাড়া গ্রামের মৃত জয়নাল মাদবরের ছেলে। এর আগে গত ৪ জুলাই সন্ধ্যায় একই এলাকার মাদকাসক্ত বাবুল হোসেন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় গত বুধবার নিহতের ছেলে ইসমাইল বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দহর ইউনিয়নের বাঘুলি পশ্চিমপাড়া গ্রামের আজহারের সাথে তার ছেলে বাবুল হোসেনের মধ্যে পারিবারিক কলহ চলছিলো। স্থানীয় মুরুব্বী হিসেবে জিন্নত আলী মাসখানেক আগে বাবুল হোসেনকে বকাঝকা করে শাসন করেন। এর জের ধরে গত ৪ জুলাই সন্ধ্যায় একটি মুদি দোকানের সামনে বাবুল হোসেন জিন্নত আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিন্নত আলী মারা যান।

নিহতের ভাই উজ্জত আলী মাতবর বলেন, মাদকাসক্ত বাবুল হোসেন আমার ভাইকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। আসামি বাবুল হোসেনকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

শান্তিপু তদন্ত কেন্দ্রের ইনচার্জ মামুন অর রশিদ বলেন, এবিষয়ে নিহত জিন্নত আলী ছেলে বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর

                   

সম্পর্কিত