অপরাধ

ঢাকা আশুলিয়ায় ট্রাকসহ ৮ ডাকাত ডিবির জালে আটক

  ষ্টাফ রিপোর্টার: মো.আসিফুজ্জামান আসিফ ৬ জুন ২০২৪ , ৩:১৯:১৩ প্রিন্ট সংস্করণ

ঢাকা আশুলিয়ায় ট্রাকসহ ৮ ডাকাত ডিবির জালে আটক
ঢাকা আশুলিয়ায় ট্রাকসহ ৮ ডাকাত ডিবির জালে আটক

কোরবানী ঈদকে সামনে রেখে গরুবাহি ট্রাক ডাকাতির প্রস্তুতির সময় ৮ জনকে আটক করেছে ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত ৩ টি ট্রাকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

বুধবার রাতে তাদের নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে ৮ ডাকাতকে আদালতে পাঠানো হয়। সংবাদ সম্মেলন করে তাদের অপকর্মের বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজামান।

আসামীরা হলেন-তোফাজ্জল হোসেন ওরফে তুফান , মিন্টু , ইয়াকুব আলী , রঞ্জু প্রামাণিক , মোহর আলী , আনিস মোল্লা , জহিরুল ইসলাম , ফজলুল ইসলাম । তারা পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও নীলফামারীসহ বিভিন্ন জেলার বাসিন্ধা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত