প্রতিনিধি ২ জুন ২০২৪ , ৩:০১:৫৩ প্রিন্ট সংস্করণ
যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকা হতে এর অভিযানে ১৯,৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর।
১। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। ঘটনার বিবরণঃ নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল ৩১ মে ২০২৪ তারিখ রাত ২৩.১৫ ঘটিকায় গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বকচর (কবরস্থান রোড) এলাকার জনৈকা ফরিদা বেগম এর বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি ৩১ মে, ২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ২৩.৫৫ ঘটিকায় উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে০১ জন মহিলা মাদক ব্যবসায়ী- (i) মিসেম ফরিদা বেগম (৪৯), পিতা- মোঃ লুৎফর শেখ, সাং-বকচর (কবরস্থান রোড), থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোরকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মতে জানা যায়, উক্ত ইয়াবাগুলি সে তার বাড়ির নিজ শয়ন কক্ষের এটাচড বাথরুমের ভেতর হাইকমোডের ফ্লাশ ট্যাংকির মধ্যে বিশেষ কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রেখেছে। পরর্ব্তীতে সাক্ষীদের সম্মুখে উক্ত স্থান হতে ৯,৮০০০(নয় হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বোন ফাতেমার নিকট আরো বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট আছে। গ্রেফতারকৃত আসামী ফরিদার দেওয়া তথ্য মতে আভিযানিক দলটি যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বকচর (মাঠপাড়া) এলাকায় অবস্থিত ফাতেমা বেগমের বাড়িতে ইং ০১/০৬/২০২৪ তারিখ সময় আনুমানিক ০১.২৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে (ii) মোছাঃ ফাতেমা বেগম (৩৫), স্বামী- মোঃ সেলিম গাজী, পিতা- মোঃ লুৎফর শেখ, সাং- বকচর (মাঠপাড়া), থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোছাঃ ফাতেমা বেগম (৩৫)’কে উপস্থিত সাক্ষীদের সম্মুখে মাদকদ্রব্য ইয়াবা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তার শয়ন কক্ষের স্টীলের বাক্সে লুকিয়ে রাখা আরো ১০,০০০(দশ হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। দুই আসামীর নিকট হতে সর্বমোট (৯,৮০০+১০,০০০)= ১৯,৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়।
৩। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা বিভিন্ন অবৈধ পন্থায় সল্প মূল্যে চট্টগ্রাম ও কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে যশোর জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে থাকে। তারা আপন দুই বোন দীর্ঘ দিন যাবৎ পরস্পরের সহযোগীতায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো বলেও তারা স্বীকার করে।
৪। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।