প্রতিনিধি ৩১ মে ২০২৪ , ৩:০৪:৪৫ প্রিন্ট সংস্করণ
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এবং উপজেলা নির্বাহী অফিসার শিবগঞ্জ এর সমন্বিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে ২,০০,০০০/-টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ ভেজাল ও অসাস্থ্যকর খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।র্যাব নিয়মিত জঙ্গী,সন্ত্রাসী,সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৯ মে ২০২৪ তারিখ ১০:৪৫ ঘটিকা হইতে ১৫:০০ ঘটিকা পর্যন্ত সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ,র্যাব-৫, রাজশাহী এবং উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ এর সমন্বয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য সামগ্রী তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এবং খাদ্য-দ্রব্য উৎপাদন ও খাদ্য-দ্রব্যে ক্ষতিকর উপাদান (ক্ষতিকর কেমিক্যাল) মিশ্রণের অপরাধে মেসার্স টিপু আইসক্রিম ফ্যাক্টরীকে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা এবং মেসার্স রাজা এন্টার প্রাইজ এর ছানা ফ্যাক্টরীকে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা করে জরিমানা সহ বিপুল পরিমাণ ভেজাল ও অস্বাস্থ্যকর ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়।