প্রতিনিধি ২৮ মে ২০২৪ , ৬:৩৩:৩৯ প্রিন্ট সংস্করণ
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ৮০০ টি নেশাজাতীয়ী ট্যাপেন্টাডলসহ গ্রেফতার-০২।
এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন মক্তব মোড় সাকিনস্থ জনৈক আব্দুল মোতালেব এর মনোহারী দোকানের সামনে পাকা রাস্তার পাশে হইতে ২৬ মে ২০২৪ খ্রিঃ তারিখ ২২.২০ ঘটিকায় ৮০০ টি নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী ১। শহিদুল ইসলাম (৪৮), পিতা-মোঃ আমজাদ হোসেন, মাতা-মৃতঃ মনোয়ারা বেগম,
২। মোঃ আমিনুল ইসলাম শিকদার (৪২), পিতা-আব্দুল মান্নান শিকদার, মাতা-জহুরা খাতুন, উভয় সাং-কুমারপাড়া, উত্তরপাড়া, থানা-ঘাটাইল, জেলা-টাংগাইলদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ০২টি মামলা আছে
উদ্ধারকৃত ৮০০ টি নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।