স্টাফ রিপোর্টার ২৭ মে ২০২৪ , ৯:৩৪:১৫ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ শহরের খাগডহর বাঘেরকান্দা এলাকায় নির্মান কাজের জন্য মজুতকরা প্রায় দেড়লাখ টাকার মালামাল লুট হয়ে গেছে।
নির্মাণসামগ্রী লুটকরার ১৫দিন অতিবাহিত হলেও পুলিশ লুন্ঠিত ইট ও নির্মান সামগ্রী উদ্ধার করতে পারেনি এমনকি লুটেরাদের কাউকে গ্রেফতার করতে পারেনি।
জানাগেছে ময়মনসিংহ শহরের কাচিঝুলি গোলাপজান রোডে বসবাসকারী মৃত নূরুল ইসলামের পুত্র আতিকুর রহমান তার খাগডহর বাঘেরকান্দা এলাকায় অবস্থিত স্বত্ব দখলীয় ভূমিতে নির্মাণ কাজ করার জন্য ৮ হাজার ইট যার মূল্য ১ লাখ ৪ হাজার টাকা এবং নির্মান সামগ্রী উপকরণ সিমেন্ট ও অন্যান্য সামগ্রী যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা গত ৩০ /৩/২০২৪ ইং তারিখে মজুত করেন।
পরবর্তীতে গত ১১/৫/২০২৪ ইং তারিখে আতিকুর রহমান তার লোকজন নিয়ে নির্মাণ কাজ শুরু করতে গেলে ইসতিয়াক হাসান অভি(৩১),অর্কিট(১৯),মোজাহারুল ইসলাম (৫৭) ও অঞ্জাত পরিচয়ের আরও ৪/৫ এসে বাঁধা প্রদান করে এবং খুন জখমের হুমকি প্রদান করে।এতে নির্মাণ কাজ ব্যাহত হয়।
ওইদিনই অর্থাৎ গত ১১/৫/২০২৪ ইং তারিখেই দিবাগত রাত অনুমান সোয়া ১২ টায় উল্লেখিত আসামীরা সাইডে থাকা সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়।এসময় ঘটনাস্থলে উপস্থিত আতিকুর রহমান এর নাইটগার্ড আল-আমীন ও বর্গাচাষি মোঃ লুৎফর রহমান মামুন বাঁধা দিলেও লুটেরা চক্রটি কোন কিছুরই তোয়াক্কা করে নাই।
এঘটনায় আতিকুর রহমান বাদী হয়ে গত ১৫/৫/২০২৪ ইং তারিখে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগটি ২ নং পুলিশ ফাঁড়ির এস আই রিফাত আল আফজাযানীকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দেওয়া হয়।
এস আই রিফাত গত ২৪/৫/২০২৪ ইং তারিখ শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু মামলা এফআর আই ও আসামি গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের কোন ব্যবস্থা তিনি গ্রহন করেন নাই। আতিকুর রহমান জানান তিনি বার বার যোগাযোগ করেও পুলিশের কোন সহযোগিতা পাচ্ছেন না।তিনি এব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছেন।