অপরাধ

সিএমপির অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ৭ জন আসামি গ্রেফতার

  প্রতিনিধি ২৬ মে ২০২৪ , ১১:৫১:৪২ প্রিন্ট সংস্করণ

সিএমপির অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ৭ জন আসামি গ্রেফতার
সিএমপির অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ৭ জন আসামি গ্রেফতার

সিএমপির কর্ণফুলী, হালিশহর ও কোতোয়ালী থানার অভিযানে সাজা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ জন আসামি গ্রেফতার।

১) কর্ণফুলী থানার অভিযানে সাজা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত চারজন আসামি গ্রেফতার:

আজ ২৫/০৫/২৪ খ্রি. ১১.০০ ঘটিকার সময় এসআই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে

দায়রা- ৯৩৯/১২, কর্ণফুলী ১২(০১)১২, জিআর- ৪৪/১২, ধারা- ১৯৯০ সালেরমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) এর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি ১। সৈয়দ নুর; মামলা নং- ১৭০/২২ (কর্ণফুলী) ধারা- বিদ্যুৎ আইনের ৩২ এর পরোয়ানাভুক্ত আসামি ২। মোঃ জসিম উদ্দিন; সিআর- ১৫৭/২৩ (কর্ণফুলী), ধারা-যৌতুক আইনের ৩ এর পরোয়ানাভুক্ত আসামি ৩। আরধন দাশ; মামলা নং- ৪৪৬/২২ (কর্ণফুলী), ধারা-বিদ্যুৎ আইনের ৩২ এর পরোয়ানাভুক্ত আসামি ৪। মোঃ নুর আবসার-দেরকে গ্রেফতার করেন।

২) হালিশহর থানার অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুইজন আসামি গ্রেফতার:

হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার হামিদের নেতৃত্বে হালিশহর থানার এসআই রুহুল আমিন, এএসআই মোহাম্মদ পারভেজ ও এএসআই সঞ্জয় মালাকার গতকাল ২৪/০৫/২৪ খ্রি. ২৩:৩০ ঘটিকা থেকে আজ ২৫/০৫/২৪ খ্রি. ভোর ০৫.০০ ঘটিকা পর্যন্ত সময়ে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত আসামি ১। মোঃ ইমন হোসেন ও ২। মোঃ সাজ্জাদ উদ্দিনকে গ্রেফতার করেন।

৩) কোতোয়ালী থানার অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার:

আজ ২৫ /০৫/২৪ খ্রি. সিএমপির কোতোয়ালি থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবলু পাল ও এএসআই স্বপন কুমার দাশ সঙ্গীয় ফোর্সের সহায়তায় কর্ণফুলী থানাধীন খোয়াজনগর এলাকায় অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামি মেহরাজ হোসেন রাকিবকে গ্রেফতার করেন।

আরও খবর

                   

সম্পর্কিত