প্রতিনিধি ২৩ মে ২০২৪ , ১০:০০:৫৬ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ২২/০৫/২০২৪ তারিখ গ্রেফতার ০৭ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়ামোট ০৭ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আশিকুল হাসান সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার
আসামী ১।মোঃ ফয়সাল (২৪), পিতা-আবু তাহের, সাং-কলেজ রোড মীরবাড়ী সড়ক, থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) টিটু সরকার সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার
আসামী ১। এরশাদ আলী (৩৬), পিতা-আকাব্বর আলী, সাং-রেহাই অষ্টধার শিকদারপাড়া, থানা-নকলা, জেলা-
শেরপুরকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) ফারুক আহমেদ সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য
মামলার আসামী ১। তারেক মিয়া (৩০), পিতা-মৃত আঃ বারেক, মাতা-পারভীন বেগম, সাং-চরপাড়া নয়াপাড়া, থানা
কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য
মামলার আসামী ১। শান্ত (২০), পিতামৃত-জাহাঙ্গীর, সাং-কৃষ্টপুর, ২। অয়ন চন্দ্র দাস (২০), পিতা-অনিল চন্দ্র
দাস, সাং-বলাশপুর, উভয় থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) আলী আকবর, এএসআই(নিঃ) কাজল মিয়া প্রত্যেকে থানা এলাকায় অভিযান
পরিচালনা করিয়া ০২ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
১। মোঃ তারিকুল ইসলাম (৫১), পিতা-মোঃ ওয়াজ আলী, স্থায়ী : গ্রাম- কাউনিয়া (চানপুর) , উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
২। মোঃ তারিকুল ইসলাম (৫১), পিতা-মোঃ ওয়াজ আলী, স্থায়ী : গ্রাম- কাউনিয়া (চানপুর) , উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।