Joynal Abedin ২০ মে ২০২৪ , ১১:৫৭:২৯ প্রিন্ট সংস্করণ
আলীয়া মাদ্রাসায় তরকারী বিক্রেতা কাশেমকে ছুরিকাঘাতকারী ছিনতাইকারী সাহেদ গ্রেফতার ।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা নিয়ন্ত্রিত ১ নং পুলিশ ফাঁড়ির এস আই রুবেল নগরীর বাঘমারা এলাকার কুখ্যাত ছিনতাইকারী সাহেদ আলী কে গ্রেফতার করেছে। পুলিশ সুত্র জানায় ঘটনার দিন ১৮ মে ভোরে আনন্দী পুরের হতদরিদ্র তরকারি বিক্রেতা আবুল কাশেম প্রতিদিনের ন্যায় নগরীর আলীয়া মাদ্রাসা বাজারে তরকারি বিক্রি করতে আসলে কুখ্যাত ছিনতাইকারী সাহেদ আলী আবুল কাশেমের পথ রোধ করে বুকে চাকু ঠেকিয়ে টাকা পয়সা ছিনিয়ে নিতে চায় ।
এসময় তরকারি বিক্রেতা আবুল কাশেম টাকা নেই বলে অপারগতা প্রকাশ করলে ছিনতাইকারী সাহেদ আবুল কাশেমের বুকে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায় । এ ঘটনার খবর থানা পুলিশ জানার পর ১ নং পুলিশ ফাঁড়ির এস আই রুবেল কোতোয়ালী মডেল থানার ইনচার্জ মাইন উদ্দিন এর নির্দেশ ক্রমে দ্রুত ঘটনাস্থল আলীয়া মাদ্রাসা বাজারে গিয়ে প্রত্যক্ষদোষী লোকদের কাছে বিস্তারিত শুনে দ্রুত পুলিশি অভিযান চালিয়ে ছিনতাইকারী সাহেদ আলী কে গ্রেফতার করতে সক্ষম হয় । তরকারী বিক্রেতা কাশেমের চিকিৎসা চলছে। ধৃত সাহেদ আলী ঘটনার সততা শিকার করেছে এ ঘটনায় মামলা দায়ের হয়েছে কোতোয়ালি মডেল থানার মামলা নং ৫৩ তাং -১৮ / ৫/ ২৪ ইং ।