অপরাধ

ভুয়া পুলিশ পরিচয় প্রদানকারী নারীসহ আটক ২

  প্রতিনিধি ১৬ মে ২০২৪ , ২:৫৪:৫৩ প্রিন্ট সংস্করণ

ভুয়া পুলিশ পরিচয় প্রদানকারী নারীসহ আটক ২
ভুয়া পুলিশ পরিচয় প্রদানকারী নারীসহ আটক ২

সিএমপির ডবলমুরিং থানার অভিযানে এবং ট্রাফিক (পশ্চিম) বিভাগের সহায়তায় ভুয়া পুলিশ পরিচয় প্রদানকারী নারীসহ ২ জন পুলিশের পোশাক, ক্যাপ ও বেল্টসহ আটক।

গত ১৪/০৫/২০২৪ খ্রি. রাতে সিএমপি পশ্চিম ডিভিশনের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের নির্দেশনায় ও তত্ত্বাবধানে ডবলমুরিং থানা পুলিশের একটি চৌকশ দল পুলিশ সদস্য পরিচয় প্রদানকারী প্রতারক নারীসহ দুইজন সদস্যকে গ্রেফতার করে এবং আটককৃত নারীর জিম্মায় থাকা পুলিশের ইউনিফর্মসহ অন্যান্য অবৈধ সরঞ্জাম উদ্ধার করেছে।

গত ১৪ মে ২০২৪ তারিখে শাহনাজ আক্তার শান্তা (১৯) ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদে অবস্হিত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম)-এর কার্যালয়ে উপস্হিত হয়ে নিজেকে পুলিশের নারী কনস্টেবল পরিচয়ে দিয়ে তার চাচা মোঃ মনির মিয়া (৫১)-এর আটক ভ্যানগাড়ি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। সেখানে তার কথোপকথনে তাকে সন্দেহ করে সংশ্লিষ্ট কর্মকর্তা।

সংবাদ পেয়ে সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় ডবলমুরিং মডেল থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে মৌলভীপাড়াস্হ তার ভাড়া বাসায় রাত ১:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে পুলিশের ইউনিফর্মের ২টি শার্ট, ১টি প্যান্ট, পুলিশের বেল্ট ও ক্যাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইউনিফর্মের শার্টের মধ্যে একটিতে ডিএমপির মনোগ্রাম, অন্যটিতে সিএমপির মনোগ্রাম আছে। চাচা পরিচয়দানকারী ভ্যানগাড়ি মালিক মনির মিয়া পুলিশ পরিচয়দানকারী শাহনাজ আক্তারের চাচা নন বলে জানা যায়। তারা পরস্পর যোগসাজশে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করার অপরাধ করায় উক্ত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত