অপরাধ

ময়মনসিংহে ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার ১৪

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৪ , ১১:০৯:৪৭ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহে ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার ১৪
ময়মনসিংহে ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার ১৪

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০৫/০৪/২০২৪ তারিখ গ্রেফতার ১৪ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া

মোট ১৪ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) রফিকুল ইসলাম, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। মোঃ কাজল (২৫) , পিতা: মোঃ
সেলিম , সাং: বলাশপুর (মুক্তিযোদ্ধা আবাসন), থানা: কোতোয়ালী, জেলা: ময়মনসিংহ, ২। জামাল উদ্দিন
সেজান (২২), পিতা: কাজল ওরফে কালু, সাং-পাটগুদাম রোড (পাটগুদাম দুলদুল ক্যাম্প), থানা-
কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) নিজামুল হক কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। মোঃ শফিকুল (৩৫), পিতা: আব্দুল রশিদ , সাং:
মাসকান্দা (গণশার মোড়), থানা: কোতোয়ালী, জেলা: ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) ফারুক আহমেদ, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোছাঃ শেফালী বেগম (৪৮), স্বামীমৃত-গোলাম
মোস্তফা ওরফে মস্তু, ২। সবুজ মিয়া (২৮), ৩। মোঃ শুভ মিয়া (২৫), উভয় পিতামৃত-গোলাম মোস্তফা ওরফে
মস্তু, সর্ব সাং-মালগুদাম, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আসাদুজ্জামান, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ রানা (২৮), পিতা-আবু তাহের, সাং-আকুয়া
কান্দাপাড়া, ২। হাফিজুল ইসলাম (৪৫), পিতামৃত-আঃ গফুর, সাং-বাড়েরা, উভয় থানা-কোতোয়ালী জেলা-
ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) শামছুজ্জামান, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ রিংকু (২৫), পিতা-মোঃ মিরাস আলী, মাতা-মোছাঃ
রিনা আক্তার সাং-আকুয়া একাডেমী রোড থানা-কোতোয়ালীম জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) শামছুজ্জামান, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ রাজন মিয়া (৩৭), পিতা-মোসলেম মিয়া, সাং-বালুর
চর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) আশিকুল হাসান, এএসআই(নিঃ) সাজেদুল ইসলাম, সুকান্ত দেবনাথ, প্রত্যেকে থানা
এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১ জিআর সাজা, ০১টি সিআর সাজা ও ০২ টি জিআর সহ মোট
০৪টি বডি তামিল করেন।

জিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০১ জন।
১। মোঃ জুয়েল মোল্লা (২৯), পিতা-চান মিয়া, সাং-চর নিলক্ষিয়া, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ, এ/পি
সাং-পূর্ব গোড়ান এলাকা ভাস্যমান, থানা-খিলগাঁও, ডিএমপি ঢাকা।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০১ জন।
১। মোঃ হেলাল উদ্দিন হারেজ, পিতা-আব্দুর রহমান, স্থায়ী: (সিটি বাজার চর গোবিন্দপুর ৫নং সিরতা ইউপি,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন।
১। রানা (২৭), পিতা: মোঃ তোফাজ্জল হোসেন, স্থায়ী সাং: ভাটিদা পুনিয়া, থানা: কোতোয়ালী, জেলা:
ময়মনসিংহ,
২। রানা (২৭), পিতা: মোঃ তোফাজ্জল হোসেন, স্থায়ী সাং: ভাটিদা পুনিয়া, থানা: কোতোয়ালী, জেলা:
ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত