প্রতিনিধি ১৫ মে ২০২৪ , ১:২৬:২৫ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহে ২৪২ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ ময়মনসিংহ।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়,১৪/০৫/২৪ ইং ১৯:০০ ঘটিকার সময় র্যাব-১৪, ময়মনসিংহের উপ-অধিনায়ক মেজর শিশির মাহমুদ তালুকদার এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা বাইপাস এলাকায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনার জন্য ইং ১৪/০৫/২০২৪খ্রি. তারিখ ১৯:২০ ঘটিকার সময় র্যাব-১৪,ময়মনসিংহের আভিযানিক দলটি ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ২৬ নং ওয়ার্ডের ভাটি বাড়েরাস্থ ঢাকা বাইপাস টু মুক্তাগাছা গামী রোডের উত্তর পার্শ্বে মুজিব প্লাজা রাকিব ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এর সামনে পাকা রাস্তার উপর হইতে পালানোর প্রস্তুতিকালে মো: মাজহারুল ইসলাম (৩৩)’কে আটক করে । উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ২৪২(দুইশত বিয়াল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির নাম মোঃ মাজহারুল ইসলাম
(৩৩), পিতা-মোঃ বাদল মিয়া, সাং-দীঘারকান্দা, ২৫ নং ওয়ার্ড ময়মনসিংহ সিটি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ বলে জানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।