অপরাধ

২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার অভিযানে গ্রেফতার ১৫

  প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ১০:০০:০০ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১২/০৫/২০২৪ তারিখ গ্রেফতার ১৫ জন। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১২/০৫/২০২৪ তারিখ গ্রেফতার ১৫ জন। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১২/০৫/২০২৪ তারিখ গ্রেফতার ১৫ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়ামোট ১৫ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) শামছুজ্জামান কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ
থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মাদক আসামী ১। মোঃ মাহিন মিয়া (২৬), পিতা-মোঃ
মিন্টু মিয়া, মাতা-মোছাঃ রুবিয়া খাতুন, সাং-রহমতপুর বাইপাস মোড়, ২। মোঃ শাফিউল ইসলাম সিফাত(২০), পিতা-
শরিফুল ইসলাম, মাতা-মোছাঃ সুইটি বেগম, সাং-মির্জাপুর, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে
গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ৫০ পিস টেপেন্ডা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) রুবেল মিয়া, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ
থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। তানভীর হাসান(৩০), পিতা-মোঃ
দিদারুল ইসলাম, মাতা-আনোয়ারা খাতুন, সাং-চৌপাগারিয়া, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার
করা হয়।
এসআই(নিঃ) আমিরুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স
সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মারামারি মামলার আসামী ১। জিসান (২২), পিতা-পলিনুস
ওরফে লিটন, সাং-শম্ভুগঞ্জ পশ্চিম পাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) অসীম কুমার দাস, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স
সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মারামারি মামলার আসামী ১। মোঃ জনি শেখ (৪০), পিতামৃত-
জাহেদ আলী, সাং-নামপাড়া গোহাইলকান্দি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) শামছুজ্জামান কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ
থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ জহিরুল ইসলাম @ জহির
(৪২), পিতা-মোঃ দুলাল হোসেন, মাতামৃত-জহুরী খাতুন, সাং-খাগডহর ঘুন্টি, থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহ গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) রুবেল মিয়া, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ
থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ জাহাঙ্গীর আলম (৩৫),
পিতা-মৃত মুনসুর আলী, সাং-সি.কে ঘোষ রোড, মিন্টু কলেজ, ২। মোঃ আঃ সামাদ (৩৫), পিতা-মোঃ মফিজ
উদ্দিন, সাং-ভাটিকাশর গোরস্তান, ৩। লিপু সরকার (২৭), পিতা-মৃত আবেদ আলী, সাং-আকুয়া চুকাই
তলা, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।

ইহাছাড়াও এসআই(নিঃ)শুভ্র সাহা আল মামুন, আলী আকবর, ফারুক আহমেদ, এএসআই(নিঃ)ওমর
ফারুক
প্রত্যেকে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৬ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের
গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
১। মোঃ আব্দুল হালিম রানা, পিতা-মৃত আবুল কাশেম বুলি, স্থায়ী : সাং- রঘুরামপুর টানপাড়া (বুলির
বাগান) ৩৩ নং ওয়ার্ড, পোঃ শম্ভুগঞ্জ বাজার , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
২। মোঃ বাদশা মিয়া, পিতা-আলী হোসেন, স্থায়ী: গ্রাম- কৃষ্টপুর (কৃষ্টপুর দক্ষিন পাড়া) ,
উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
৩। মোঃ আকরাম হোসেন (৩৫), পিতা-মোঃ আদাহাম আলী, স্থায়ী: গ্রাম- বোরর চর (বোরর চর মৃর্ধা
পাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
৪। কাজী ইয়াসির আরাফাত , পিতা-মৃত-কাজী আবু বক্কর সিদ্দিক, স্থায়ী: গ্রাম- টি.এন. রায় রোড
(বাড়ি নং-১৬ টিএন রায় রোড, আমলাপাড়া, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৫। কাজী ইয়াসির আরাফাত, পিতা-মৃত-কাজী আবু বক্কর সিদ্দিক, স্থায়ী: গ্রাম- টি.এন. রায় রোড
(বাড়ি নং-১৬ টিএন রায় রোড, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৬। মোঃ আল আমিন (২৯), মৃত ইসমাইল হোসেন, গ্রাম- কেওয়াটখালী, থানা- কোতোয়ালী, জেলা –
ময়মনসিংহ।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা
হয়।

আরও খবর

                   

সম্পর্কিত