অপরাধ

নাশকতায় ময়মনসিংহে ১৪ মামলা, গ্রেফতার ১৩২

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২৪ , ৮:৪৫:৪৫ প্রিন্ট সংস্করণ

নাশকতায় ময়মনসিংহে ১৪ মামলা, গ্রেফতার ১৩২
ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়।

ময়মনসিংহে পুলিশের ওপর হামলা ও সরকারি স্থাপনা ভাঙচুর-অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনায় বিভিন্ন থানায় ১৪ টি মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয়েছে চার সহস্রাধিক।
এসব মামলায় গত ৭২ ঘণ্টায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। 

তিনি জানান, গত ২১ জুন ৫৩, ২২ জুন ৫৫ ও ২৩ জুন ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার বলেন, ‘আমরা নাশকতাকরীদের চিহ্নিত করেছি। প্রত্যেককে আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলমান রয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত