প্রতিনিধি ২৪ জুলাই ২০২৪ , ৮:৪৫:৪৫ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহে পুলিশের ওপর হামলা ও সরকারি স্থাপনা ভাঙচুর-অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনায় বিভিন্ন থানায় ১৪ টি মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয়েছে চার সহস্রাধিক।
এসব মামলায় গত ৭২ ঘণ্টায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।
তিনি জানান, গত ২১ জুন ৫৩, ২২ জুন ৫৫ ও ২৩ জুন ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার বলেন, ‘আমরা নাশকতাকরীদের চিহ্নিত করেছি। প্রত্যেককে আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলমান রয়েছে।