সারাদেশ

হাওর বেষ্টিত নিকলীতে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতের রেকর্ড

  অষ্টগ্রাম প্রতিনিধি ২৫ মার্চ ২০২৪ , ১২:২৪:৩১ প্রিন্ট সংস্করণ

নিকলীতে ভারী বৃষ্টিপাতের রেকর্ড
নিকলীতে ভারী বৃষ্টিপাতের রেকর্ড । ছবিঃ সংগৃহীত

হাওর বেষ্টিত নিকলীতে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতের রেকর্ড

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত নিকলীতে রোববার দেশের সবচেয়ে ভারী বৃষ্টিপাত ৬৩ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে আংশিক শিলাবৃষ্টি হয়।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টার পর থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত নিকলী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এই বৃষ্টিপাত রেকর্ড করে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার দেশের সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয় নিকলীতে। সেখানে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত পরিমাপ করা হয়।

১০ মিলিমিটার পর্যন্ত হালকা, ১০ থেকে ২২ মিলিমিটার মাঝারি, ২৩ থেকে ৪৩ মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী ও তার বেশি বৃষ্টি হলে অতিভারী বৃষ্টিপাত ধরা হয়।

নিকলী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক আক্তার ফারুক বলেন, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত নিকলীতে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার আকাশ মেঘলা রয়েছে। বছরের শুরুতেই ভারী বৃষ্টি হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত