| |
December 09, 2020
November 01, 2020
November 01, 2020
March 09, 2020
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:- নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন এবং গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু সাইদ, ওসি (তদন্ত) বন্দে আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা আ’লীগ সহ-সভাপতি এম.এ মতিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, হামিদুর রহমান, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, উপজেলার বিভিন্ন...February 18, 2020
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:-“জেনে, বুঝে বিদেশ যাই অর্থ, সম্মান দুটোই পাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদীতে মঙ্গলবার সকালে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধায়নে উপজেলা পরিষদের হলরুম সোমেশ্বরীতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এবং সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।’ সেশন পরিচালনা করেন শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাকটর সাজু মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহারা বেগম জলি, শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শামছুর রহমান, ইন্সট্রাকটর আরিফুর...January 11, 2020
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:- অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয় শনিবার সকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিষদ চত্বর থেকে একটি র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীবরদী সরকারি কলেজ মাঠ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে কলেজ মাঠ চত্বরে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীরা। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য...January 07, 2020
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:- বাংলাদেশ পুলিশের আইজিপি ব্যাচ পেলেন শেরপুরের শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। মঙ্গলবার দুপুরে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে ওই আইজিপি ব্যাচ গ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদারকে ব্যাচ পড়িয়ে দেন। জানা যায়, মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ২০১৮ সালের ২ সেপ্টেম্বর অফিসার ইনচার্জ হিসেবে শ্রীবরদী থানায় প্রথম যোগদান করেন। যোগদানের পর থেকে তার চৌকস নেতেৃত্বে উপজেলায় মাদক উদ্ধার, সন্ত্রাস, ইভটিজিং ও অপরাধ দমনসহ আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নে কাজে অবদান রাখায় রুহুল আমিনকে আইজিপি ব্যাচের জন্য মনোনিত করা হয়েছে। এর আগে তিনি তৃতীয় বারের মতো ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক স্বীকৃতি...December 24, 2019
এজএেম আহছানুজ্জামান ফরিোজ, শ্রীবরদী (শরেপুর) প্রতনিধিি :- সবাইকে কাঁদয়িে না ফরোর দশেে চলে গলেনে দনৈকি ইত্তফোক পত্রকিার শরেপুররে শ্রীবরদী প্রতনিধিি সাংবাদকি আব্দুল বাতনে (৫০)। তনিি গত ২৩ ডসিম্বের দবিাগত রাত সাড়ে ১২টার দকিে ময়মনসংিহ সম্মলিতি সামরকি হাসপাতাল (সএিমএইচ) এ চকিৎিসাধীন অবস্থায় মারা যায় (ইন্নালল্লিাহ....রাজউিন)। আব্দুল বাতনে শ্রীবরদী পৌরসভার তাতহিাটি মহল্লার মৃত হাফজে শমসরে আলীর ছোট ছলে।ে ২৩ ডসিম্বের সন্ধ্যায় শ্রীবরদী পৌর শহরে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়। পরে তাকে স্থানীয় লোকজন শ্রীবরদী উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেরে জরুরী বভিাগে নয়িে আসলে র্কতরত্যরত চকিৎিসক ময়মনসংিহ মডেকিলে কলজে হাসপাতালে রর্ফোড কর।ে এসময় তার আত্মীয় স্বজন তাকে ময়মসিংহ সএিমএইচ হাসপাতালে নয়িে গলেে চকিৎিসাধীন অবস্থায় তনিি মৃত্যুবরণ কর।ে মৃত্যুকালে তনিি এক স্ত্রী ও তনি ছলেসেহ...December 23, 2019
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:- শ্রীবরদীতে ৪১ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহাসন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার আশরাফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় উপজেলার ১০টি বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।...December 23, 2019
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:- শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তবর্তী সোমেশ্বরী নদীর অবৈধ বালু মহলে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় ঝিনাইহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবেল মাহমুদ এবং শ্রীবরদী সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২টি ড্রেজার মেশিন ও প্রায় ১ হাজার ২ শত ফুট প্লাস্টিকের পাইপ ধ্বংশ করে। এসময় সংগীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার আব্দুল লতিফ, তাতিহাটি-রানীশিমুল ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তা আতিকুর রহমান, অফিস সহায়ক সুরুজ আলী ও শফিকুল ইসলাম।...