| |
November 08, 2020
January 22, 2020
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি, এজেএম আহছানুজ্জামান ফিরোজ:-শেরপুরের শ্রীবরদীতে অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রী (১৬) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রী অন্ত:সত্ত্বা হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পূর্ব মলামারি গ্রামে। এ নিয়ে ভিকটিমের মা বাদী হয়ে একই এলাকার মৃত অছিম উদ্দিনের ছেলে বদর আলী (৬০) কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানা একটি মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে মামলা আসামী বদর আলীকে আটক করেছে। মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্ষনের শিকার মাদরাসা ছাত্রী (১৬) ও অভিযুক্ত বদর আলী একই মহল্লার পাশাপাশি বাড়িতে স্থায়ী ভাবে বসবাস করে। গত কয়েক মাস আগে বদর আলী ওই ছাত্রীকে তেলপড়া দেওয়ার কথা বলে গোয়াল ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। হঠাৎ...December 23, 2019
শেরপুর থেকে মনিরুজ্জামান মনির ঃ শেরপুর সদর উপজেলার ৭নং ভাতশালা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও আচরণ বিধি সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার/রিটানিং অফিসার এর সার্বিক ব্যবস্থাপনায় জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে চেয়ারম্যান প্রার্থীদের উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দলীয় প্রার্থী নাজমুন্নাহার সরকার দলের প্রার্থী হওয়ায় তিনি পেয়েছেন নৌকা প্রতীক। স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ সুরুজ্জামান পেয়েছেন ঘোড়া, খলিলুর রহমান শামীম পেয়েছেন চশমা, প্রবীণ প্রার্থী আফসার আলী পেয়েছেন আনারস। উল্লেখ্য যে স্বতন্ত্র প্রার্থী ৩ জনই তাদের মনোনয়ন পত্রে আনারস প্রতীক চেয়েছিলেন। প্রার্থী খলিলুর রহমান শামীম এককভাবে চশমা প্রতীক নিলেও আফসার আলী ও অধ্যক্ষ সুরুজ্জামানের...December 23, 2019
শেরপুর থেকে মনিরুজ্জামান মনির ঃ শেরপুর জেলার সদর উপজেলার পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এতিম ও অসহায় ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয় । ২৩ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় মাদ্রাসা মাঠে ইউনাইটেট কমার্শিয়াল ব্যাংক শেরপুর শাখার আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির আহ্বায়ক জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফকরুল মজিদ খোকনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খন্দকার নজরুল ইসলাম, এডভোকেট মজদুল হক মিনু, ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ রেজাউল কিবরিয়া, ম্যানেজার অপারেশন বুলবুল আহম্মেদ, শেরপুর জেলা বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি...October 06, 2019
মাহফুজুর রহমান সোহাগ, শেরপুর থেকেঃ শেরপুরের নালিতাবাড়ীতে আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের উদয়ন প্রিপেরেটরি স্কুলে শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ আলহাজ্ব বদিউজ্জামান বাদশা। অনুষ্ঠানে সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা শাখার বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সাধারন সম্পাদক শিক্ষক মোঃ মিনারুজ্জামান মিন্টু। এছাড়াও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হায়দার আলী, সম্পাদক আতিকুর রহমান মানিক, শিক্ষক জয়নাল আবেদিন, আমানউল্লাহ রতন, নূরুল আমিন, মজিবর রহমান, মাহফুজুল, আঃ খালেক, আঃ হাই, হারুন, তোফাজ্জল হোসেন, এডঃ আসাদুজ্জামান। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সিরাজ দৌলা, লুৎফর রহমান...September 30, 2019
শেরপুর থেকে মনিরুজ্জামান মনির ঃ শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে শেরপুর সদর উপজেলা প্রশাসনের সহযোগীতায় ৩০ সেপ্টেম্বর সোমবার উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে কর্মশালায় জেলা তথ্য অফিসার তাসলিমা জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্রাম হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৬নং পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হায়দার আলী, শেরপুর জেলা...September 23, 2019
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:- উৎসব মুখর ও শাস্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে শেরপুরের শ্রীবরদীতে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অধীনে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে ৫৭ ভোট পেয়ে নুর মোহাম্মদ বদরুজ্জামান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক পদে মই প্রতীকে ৫৩ ভোট পেয়ে জালাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদের মধ্যে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আমির আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ আবু হারিছ, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য পদে নুরুজ্জামান দুলাল, জাহের আলী, মোশারফ হোসেন ও রোকুনুজ্জামান। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সাব-রেজিষ্টার আব্দুর রহমান ভূঁইয়া। ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার নির্বাচনের...September 16, 2019
শেরপুর থেকে মনিরুজ্জামান মনির: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ০৪ নং তাঁতী হাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মৃত- ফজল হকের ছেলে আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় সে এলাকার একজন দুর্ধর্ষ খারাপ প্রকৃতির লোক। এলাকায় এমন কোন অপকর্ম নেই যে তার দ্বারা সংগঠিত হয় না। সে একজন ইয়াবা বিক্রেতা, সে এলাকার বাসিন্দা হলেও কৌশলে গুচ্ছ গ্রামে বসবাস করে মাদক বিক্রয় ও নিয়ন্ত্রণ করে। তার ছত্র ছায়ায় এলাকা মাদক বিক্রির একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। সে সিন্ডিকেটের মাধ্যমে সে ইয়াবাসহ নানা ধরনের মাদক বিক্রয় ও অপকর্ম করে থাকে। সে এলাকায় বলে বেড়ায় শ্রীবরদী থানার ওসিকে ম্যানেজ করে আমি এইসব করে থাকি। আমাকে ধরার বা বাধা দেওয়ার শক্তি কারোর নেই। তার এইসব অপকর্মে কেউ বাধা দিতে গেলে উল্টো তাকেই মাদক মামলায় ফাসানোর হুমকি...September 08, 2019
রেজাউল করিম,শেরপুর থেকে: শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।তিনি বর্তমানে সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। ৭ সেপ্টেম্বর রাতে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর সদর উপজেলায় আওয়ামীলীগের প্রার্থী হিসেবে রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। এ খবর নিশ্চিত করেছেন শেরপুর জেলা আওয়ামীলীগের একাধিক জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সদর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ১২ সেপ্টেম্বর। যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ...September 03, 2019
রেজাউল করিম, শেরপুর থেকে: শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে লেবুচাষের উজ্জল সম্ভাবনা রয়েছে। গারো পাহাড়ের মাটি ও আবহাওয়া লেবু চাষের অত্যান্ত উপযোগী। পরীক্ষামূলকভাবে লেবুচাষ করে সফলতার মুখ দেখছেন কৃষক আব্দুল বাতেনসহ আরো অনেকেই। আব্দুল বাতেন (৪০)উপজেলার হলদি গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে। ২ ছেলে ১ মেয়েসহ ৫ সদস্যের পরিবার আব্দুল বাতেনের। তিনি সংসার জীবনে ৭বছর প্রাইভেট কারের ড্রাইভারী করে পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহ করেন। অভাব-অনটনের মধ্য দিয়ে চলছিল তার সংসার। ২০১৩ সালে ৪ একর জমিতে তিনি লেবুসহ বিভিন্ন জাতের মিশ্র ফলচাষ শুরু করেন। চাষকৃত ফলের মধ্যে রয়েছে কাগুজীক্রস জাতের লেবু, মিডলেস এলাচি লেবু, জারা জাতের লেবু ও ভারতীয় কমলাসহ বারি-২ মাল্টা, থাই জাম্বুরাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২ হাজার গাছ রয়েছে তার বাগানে।এ বাগানে রয়েছে...