December 29, 2020

সাইফুল আলম দুলালঃ নেত্রকোণার কেন্দুয়ায় পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভা করেছে পৌর আ.লীগ। রোববার (২৯ডিসেম্বর) পৌরশহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া পৌর আ.লীগের সভাপতি মোঃ এনামুল হক ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও দলীয় মেয়র পদপ্রার্থী আসাদুল হক ভূঞা।
স্বাগত বক্তব্যে পরেই বক্তব্যে রাখেন, উপজেলা আ.লীগ ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইঁয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইঁয়া, তাজুল ইসলাম তাজু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ছানা,উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারী দ্বিতীয় ধাপে ইভিএম পদ্ধতিতে কেন্দুয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
...
December 20, 2020

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারন কাউন্সিলর পদে রবিবার (২০ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল।
মেয়র পদে ২জন,সাধারন কাউন্সিলর পদে ৩৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আজ ২০ ডিসেম্বর। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় মেয়র পদে আওয়ামীলীগ থেকে আসাদুল হক ভূঞা ও বিএনপি থেকে শফিকুল ইসলাম এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৯জনও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বিএনপির শফিকুল ইসলাম শফিক ও নাসির খন্দকারসহ সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে ৫৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। বিএনপি থেকে নাসির খন্দকার ফরম কিনলেও তিনি জমা দেননি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসারে...
December 09, 2020

সাইফুল আলম দুলাল: আসন্ন পৌরসভার নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ও পৌর আওয়ামীলীগের সমর্থন নিয়ে একক প্রার্থী হিসেবে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়নপত্র জমা দেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা।
দলীয় সূত্রে জানা যায় মঙ্গলবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একক প্রার্থী হিসেবে এ মনোনয়নপত্র জমা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের প্রথম যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঞা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ তাজুল ইসলাম তাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ। আসাদুল হক ভূঞা গত পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
তার এ মেয়াদে তৃতীয় শ্রেনীর পৌরসভা থেকে দ্বিতীয় শ্রেনীর পৌরসভায় উন্নিত...
November 08, 2020

কেন্দুয়া প্রতিনিধিঃ- নেত্রকোণা সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র কংকর চন্দ্র সরকার গত শারদীয় দূর্গা পূজায় জীবনের প্রথম শখ করে নির্মাণ করেন দূর্গা প্রতিমাসহ অন্যান্য প্রতিমা। কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের ভগবতীপুর গ্রামের সন্তোষ চন্দ্র সরকারের পুত্র কংকর।
তার বাড়ির পাশে পরিমল দত্তেরবাড়ি পূজা মন্ডপে প্রতিমা নির্মাণ করেন তিনি। পেশাদার নির্মাতাদের চেয়ে কোন অংশে প্রতিমা নির্মাণের সৌন্দর্য কম হয়নি বলে জানান, ওই মন্ডপের সভাপতি সুমন চন্দ্র দত্ত। সুমন চন্দ্র দত্ত আরও জানান, কংকর শুধু দূর্গা প্রতিমাই নির্মাণ করেননি, তিনি নির্মাণ করেছেন দানবীর রাজা হরিশ্চন্দ্র, রাণী শৈব্যা এবং মৃত পুত্র রুহিতাস্য।
সবচেয়ে আকর্ষনীয় ভাষ্কর্য নির্মাণ করেছেন অমর প্রেম কাহিনীর প্রেমিক-প্রেমিকা চন্ডিদাস ও রজকীনির ভাষ্কর্য। মন্ডপের পাশের পুকুরে পানির...
November 07, 2020

কেন্দুয়া প্রতিনিধিঃনেত্রকোনার কেন্দুয়া থানা অফিসার ইনচার্জহিসেবে ওসি কাজী শাহ নেওয়াজ ৬ নভেম্বর ২০২০ ইং তারিখে যোগদান করেছেন। তিনি ৪ জানুয়ারি ১৯৮১ সালে গাজীপুর জেলার কালিগঞ্জে জন্ম গ্রহন করেন। পিতা কাজী গিয়াস উদ্দিন ও মাতা কাজী আয়েশা বেগম।তিনি কৈকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক সমাপনী পরীক্ষা ও কৈকরা উচ্চ বিদ্যালয় হতে এস,এস,সি পাস করেন। পরে আনন্দ মোহন কলেজ থেকে অনার্স ও তিতুমীর কলেজ থেকে মাস্টার্স করেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে পুলিশ ইনস্পেক্টর হিসেবে ডিএমপি খিলক্ষেত ঢাকায় যোগদান করেন।পরে জামালপুর সদরে ইনস্পেক্টর তদন্ত হিসেবে ও মুক্তাগাছা থানায় সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কেন্দুয়াকে মদ, গাজা, জুয়া,ও ইফটিজিং মুক্ত সুন্দর কেন্দুয়া বিনির্মানে কাজ করে যাবেন এবং পুলিশী সেবা পেতে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক...
March 09, 2020
সাইফুল আলম দুলাল,কেন্দুয়া থেকেঃনেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন "কেন্দুয়া হৃদয়ে বন্ধন" নামে সংগঠনটি ৪মার্চ ২০২০ ইং রোজ বুধবার রাতে PARL.TV-তে অাত্নপ্রকাশ পায়...
উক্ত সংগঠনটি মূলত ফেসবুক ভিত্তিক। কেন্দুয়া উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ দেশ-বিদেশে অবস্থানরত যারা নিয়মিত ফেসবুক চালান তাদের নিয়ে গঠন করা হয়েছে। এটা একটা ম্যান্সেজার গ্রুপ।কাজের ফাঁকে ফাঁকে সবাই ঐ গ্রুপে এসে কেন্দুয়া উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ও একে অপরের খোজ খবর নেন।
গ্রুপটির প্রতিষ্ঠাতা হলেন গীতিকার ও সুরকার আবু হেনা বাবুল,চেয়ারম্যান এ জি এম কালাম,সহকারী চেয়াম্যান প্রবাসী ওয়াসীম আকরাম,পরিচালক কাজী রতন কিং,সহকারী পরিচালক বিল্লাল হোসেন,সহকারী উপদেষ্টা তাসকিন বজলু
সভাপতি সাংবাদিক সাইফুল আলম দুলাল, সহ সভাপতি প্রবাসী খোকন, সাধারণ সম্পাদক বাউল রিপন...
March 07, 2020
সাইফুল আলম,কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলাধীন নওপাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
"সুস্থ দেহ সুন্দর মন , ক্রীড়া বাড়ায় মনোবল, জয় পরাজয় বড়় কথা নয় , অংশ গ্রহণই বড় কথা” এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (০৬ মার্চ ২০২০) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দুয়া-আটপাড়া আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
প্রধান অতিথি হিসেবে ছিলেন নেত্রকোণা-৩ কেন্দুয়া-আটপাড়ার মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের...
March 07, 2020
সাইফুল আলম,কেন্দুয়া প্রতিনিধি :- নেত্রকোণার কেন্দুয়া উপজেলাধীন সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামের বিসমি আক্তার ইউটিএস কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত তৃতীয় শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ট্যালেন্ডপুলে বৃত্তি পেয়েছে।
সে টিপ্রা গ্রামের ব্যাবসায়ী ও ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ের বন্ধন গ্রুপের সহকারী পরিচালক মোঃ বিল্লাল হোসেন ও আইরিন আক্তারের কন্যা। বিসমি আক্তার উচ্চ শিক্ষা গ্রহণ করে ভবিষতে ডাক্তার হতে চায়। সে সকলের নিকট দোয়া প্রার্থী।...
February 18, 2020
সাইফুল আলম,কেন্দুয়া প্রতিনিধিঃ মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নেত্রকোনা জেলা তথ্য অফিসারের উঠান বৈঠক অনুষ্ঠিত। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় জেলার কেন্দুয়া উপজেলাধীন মাসকা ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার।
মাসকা ইউপি সদস্য হেলেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ মোখলেছুর রহমান। বক্তব্য রাখেন অফিস সহকারী অপর্না সাহা,মোঃ ইনচান উদ্দিন, মোঃ সাদেকুর রহমান প্রমূখ।
মাসকা ইউনিয়নের কির্ত্তন খলা,পনকেন্দুয়া ও বালীজুড়া গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোখলেছুর রহমান বলেন দেশকে উন্নতশীল দেশে পরিনত করতে মায়েদের এগিয়ে আসতে হবে।
তিনি বলেন প্রধানমন্ত্রীর...
February 16, 2020
সাইফুল আলম, কেন্দুয়া প্রতিনিধিঃ- নেত্রকোনা কেন্দুয়া প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ময়মনসিংহ রেঞ্জ ডি আই জি ব্যারিস্টার হারুন অর রশিদ (পিপিএম সেবা) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৬ফেব্রুয়ারী) দুপুরে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডি আই জি ব্যারিস্টার হারুন অর রশিদ (পিপিএম সেবা)। এ সময় তিনি বলেন,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তথা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান ও ভিশন টুয়েন্টি ফোরটি ওয়ান বাস্তবায়ন করতে হবে।
এসময় তিনি আরো বলেন পুলিশ প্রশাসন ও সাংবাদিক এক সংঙ্গে কাজ করলে সমাজ থেকে অপরাধ আরো অনেক কমে যাবে। তিনি আরো বলেন জরুরি সেবা ‘৯৯৯’...