মতামত

ঈদের আগে খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবি রিজভীর

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৪ , ১:০০:৪৭ প্রিন্ট সংস্করণ

ঈদের আগে খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবি রিজভীর
ছবি : সংগৃহীত

বিএনপির হাজারো নেতাকর্মী কারাবন্দি রয়েছেন উল্লেখ করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঈদ-উল-ফিতরের আগেই সবার মুক্তি দাবি করেছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি করে রিজভী বলেন, “সরকারের সাজানো মিথ্যা মামলায় জর্জরিত বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় সব নেতাকর্মী কারাগারে রয়েছেন।”

রবিবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।তিনি বলেন কারও কারও বিরুদ্ধে ৪০০-৫০০ মামলাও রয়েছে। একদিকে মামলার চাপ আরেক দিকে ব্যবসা বাণিজ্যসহ সব হারিয়ে অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন বিএনপির অনেক নেতাকর্মী।

তিনি আরও বলেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির, ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, স্বেচ্ছাসেবক , যশোর জেলা বিএনপির সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চুসহ ৫১ জন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিনসহ হাজারো নেতাকর্মী কারাগারে রয়েছেন।রিজভী বলেন এখনও যারা কারাবন্দি রয়েছেন এমন নেতাকর্মীর সংখ্যাও কম নয়।

কারাগারের চার দেয়ালের মধ্যে এবারও ঈদ করতে হচ্ছে দলটির নেতাকর্মীকে। অবৈধ ও ডামি নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজনৈতিক মামলায় বন্দি এসব নেতাকর্মী।

আরও খবর

                   

সম্পর্কিত