জাতীয়

নালিতাবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

  নালিতাবাড়ী প্রতিনিধিঃঅমিত চক্রবর্তী, ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ১:০৯:৪০ প্রিন্ট সংস্করণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘর থেকে আল আমিন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘবেড় ইউনিয়নের উত্তর কালিনগর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আল আমিন ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতের খাবার খাওয়ার পর আল আমিন নিজ ঘরে ঘুমাতে যায়। এরপর আর তাকে পরিবারের কেউ দেখেনি। বেলা ২ টা দিকে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে আল আমিন এর ভাতিজা সাত বছর বয়সী রাহাতকে ঘরে পাঠান আল আমিনের ভাবি। এসময় শিশু রাহাত আল আমিনকে বিছানার পাশে ঝুলতে দেখে মাকে ডাক দেয়।
আল আমিনের বড় ভাই রাজমিস্ত্রী আলম বাদশা জানান, ওই ঘরে মা আর আল আমিন থাকতো। মা কিছুদিন আগে ঢাকায় গেছেন। দুপুর পর্যন্ত আল আমিনের কোন সাড়াশব্দ না পেয়ে আমার স্ত্রী সন্তানকে দিয়ে ডেকে পাঠালে ঝুলন্ত অবস্থায়  দেখতে। 

 আল আমিন কি কারণে মরতে পারে তা বলতে পারছেন না তিনি।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।গতকাল মঙ্গলবার বিকেলে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার মামলা হয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর রহস্য উদঘাটিত হবে।

আরও খবর

                   

সম্পর্কিত