অপরাধ

দেশীয় অস্ত্রশস্ত্রসহ মাথাভাঙ্গা ইউনিয়ন মেম্বার আটক

  তানভীর ইসলাম আলিফ কুমিল্লা (হোমনা) প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৪ , ১২:৪৩:৫৪ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা হোমনায় আজ বৃহস্পতিবার ভোর ৫:১০ মিনিটে বিশেষ অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ নিজ ঘরে আটক মাথাভাঙ্গা ইউনিয়ন শাহআলী মেম্বার ৩৫ । আটকের পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।এসআই ইহসানুল হাসান ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল-১৩ ডিউটি চলাকালে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হোমনা থানা ০১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামের বর্তমান মেম্বার শাহ আলীর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র রয়েছে । সেই সংবাদের ভিত্তিতে তার বাড়িতে গিয়ে পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে।পরে আসামী শাহ আলীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার বিল্ডিংয়ের শয়ন কক্ষের ভিতরে লুকিয়ে রাখা সকল অস্ত্রের সন্ধান দেন।

এসময় পুলিশ আসামির তথ্য মতে খাটের নীচ হইতে ০১টি ৪০ ইঞ্চি লম্বা স্টিল গ্যাস পাইপ, যাহার একপাশে লোহার কাটাযুক্ত গোল চাকা আছে, ০১টি কাঠের হাতলযুক্ত রামদা, যাহার কাঠের বাট ১৪ ইঞ্চি, লোহার অংশ অনুমান লম্বা ২৪ ইঞ্চি, ০১টি কাঠের হাতলযুক্ত চাপাতী, যাহার কাঠের অংশ ৫ ইঞ্চি, স্টিলের অংশ ১০ ইঞ্চি, ০৪টি লোহার চল, ০২টি সুইচ গিয়ার স্টিলের চাকু, ০৩টি চাকু, যাহার ০১টি কাঠের হাতল ও অপর ০২টি প্লাস্টিকের হাতল, ০১টি ঐবীড় ব্লেড, লম্বা ১২ ইঞ্চি, ০১টি কাঠের হাতল যুক্ত পাট্টা, যা যেহার কাঠের অংশ ২০ ইঞ্চি, লোহার অংশ ১০.৫ ইঞ্চি, যাহা একপাশে ধারালো অস্ত্র হিসাবে পরিচিত এবং ০১টি স্যামসাং এন্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। এ সময় সকল দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে ।

বর্ণিত ঘটনায় এসআই ইহসানুল হাসান বাদী হইয়া এজাহার দায়ের করিলে আইনি ধারা- দি আমর্স অ্যাক্ট ১৮৭৮ এর ১৯ (ভ) রুজু হয়।

আরও খবর

                   

সম্পর্কিত