প্রচ্ছদ

তাহিরপুরে স্বামী পরিত্যক্তা মহিলাকে ধর্ষণের অভিযোগ।

  আবুহায়াত আহমেদ ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ১১:২৪:২৮ প্রিন্ট সংস্করণ

তাহিরপুরে স্বামী পরিত্যক্তা মহিলাকে ধর্ষণের অভিযোগ।

সুনামগঞ্জ প্রতিনিধি

তাহিরপুরে স্বামী পরিত্যক্তা কাজের মহিলাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতা নারী উপজেলার বাদাঘাট এলাকার বাসিন্দা। অভিযুক্ত ধর্ষকের নাম বাবলু মিয়া (৪০)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে। অভিযুক্ত ধর্ষক বাবলু দুই সন্তানের জনক এবং ধর্ষিতা নারী চার সন্তানের জননী। গত ৯ সেপ্টেম্বর ভিকটিম তাহিরপুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ভিকটিম নারী জানান, গত ৮ সেপ্টেম্বর সোমবার রাতের খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। রাত সাড়ে ৩ টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে নিজ বসতঘর সংলগ্ন টয়লেটে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ধর্ষক বাবলু তাকে জাপটে ধরে মুখ চেপে ধরে মাটিতে ফেলে দেয়। পরে তার পড়নে থাকা সালোয়ার কামিজ টানা হেছড়া করে ছিঁড়ে ফেলে ডান উরুতে কামড় দেয় এবং ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিম নারী চিৎকার দিলে সে দৌঁড়ে পালিয়ে যায়। ভিকটিম নারী আরো বলেন, ঘটনার পর পর থানায় লিখিত অভিযোগ করেন এবং সুনামগঞ্জ সদরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। কিন্তু গত তিনদিন অতিবাহিত হলেও থানায় এখনও মামলাটি রের্কড না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। তিনি ধর্ষক বাবলু’র শাস্তি দাবি করেন।

শনিবার বিকালে অভিযুক্ত বাবলু মোবাইল ফোনে বিষয়টি অস্বীকার করে বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মাইনুদ্দিন বলেন, এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভিকটিমকে থানায় আসতে বলা হয়েছে। তিনি আসলেই মামলা রের্কড করা হবে।

আরও খবর

                   

সম্পর্কিত