প্রচ্ছদ

দোয়ারাবাজারে ১৯ লক্ষ ৫০ হাজার ভারতীয় রুপিসহ যুবক আটক।

  আবুহায়াত আহমেদ ১৩ সেপ্টেম্বর ২০২৪ , ১০:৪০:৩৭ প্রিন্ট সংস্করণ

দোয়ারাবাজারে ১৯ লক্ষ ৫০ হাজার ভারতীয় রুপিসহ যুবক আটক।

সুনামগঞ্জ প্রতিনিধি

দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে ১৯ লক্ষ ৫০ হাজার ভারতীয় রুপি সহ একজনকে আটক করা হয়েছে। বাংলাদেশী টাকায় এর পরিমাণ প্রায় ২৭ লক্ষ ৭৭ হাজার ৪৯৯ টাকা ২৮ পয়সা বলে জানিয়েছে বিজিবি।

আটককৃত হৃদয় মিয়া (২৫) দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাওয়ালীপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

জানা যায, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির বাংলাবাজার বিওপি। অভিযানকালে বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদের নেতৃত্বে টহল দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে ১৯ লক্ষ ৫০ হাজার ভারতীয় রুপি সহ হৃদয়কে আটক করেন।

স্থানীয়রা জানিয়েছেন, হৃদয় মিয়া চোরাচালান চক্রে জড়িত হলেও জব্দকৃত টাকার মূল মালিক সে নয়। সে বহনকারী, জিনিসপত্র আনা—নেওয়ার কাজ করে।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিজিবির বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি সহ হৃদয় মিয়া আটক করা হয়েছে। হৃদয় মিয়া চোরাচালান চক্রে জড়িত। তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, এর আগে সিলেট ও সুনামগঞ্জের বিজিবি পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে চোরাকারবারির বাহনসহ ২ কোটি ৬৮ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। বুধবার ও বৃহস্পতিবার সিলেটের গোয়াইনগাট উপজেলার প্রতাপপুর ও সোনারহাট এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপি এ অভিযান চালায়। ৪৮ বিজিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে ৪৮ বিজিবির আওতাধীন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর ও সোনারহাট বিওপি এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫ হাজার ৫৫২ পিস ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, ১৫ টি ভারতীয় গরু, ৬ হাজার কেজি বাংলাদেশি সুপারি, ৬ হাজার কেজি বাংলাদেশি রসুন, ৪ হাজার কেজি বাংলাদেশি শিং মাছ, চোরাচালানির কাজে ব্যবহৃত বাহন বাংলাদেশি একটি ৩ টন ট্রাক, ২ টি ডিআই পিকআপ, ৪ টি মাহিন্দ্র পিকআপ আটক করতে সক্ষম হয়। জব্দ তালিকা অনুযায়ী এসব মালামালের মূল্য প্রায় ২ কোটি ৬৮ লাখ ১৫ হাজার ৬০০ টাকা।

আরও খবর

                   

সম্পর্কিত