ইব্রাহীম হোসেন ১২ সেপ্টেম্বর ২০২৪ , ৮:১৪:১২ প্রিন্ট সংস্করণ
দেবহাটা উপজেলা প্রতিনিধিঃ দেবহাটা উপজেলায় আজ শনিবার (৭ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলন এর বাস্তবায়নে দেবহাটা উপজেলার কুলিয়া,পারুলিয়া, নওয়াপাড়া ও দেবহাটা ইউনিয়ন এর ৮ ( আট) গ্রামকে ইকো ভিলেজ হিসেবে ঘোষনা করা হয়েছে । এ অনুষ্ঠানে প্রধান অতিথিরা তাদের বক্তব্যে বলেন,এ সংস্থার মাধ্যমে দেশের প্রতিটি সুবিধাবঞ্চিত এলাকায় আর্থিক সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্য সচেতনামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।প্রান্তিক জনপদের লোকজন সুপেয় নিরাপদ পানির ব্যবহার ও পান, প্লাস্টিক / বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটেশন ব্যবস্থা, বৃক্ষ রোপন, রাসায়নিক সার ব্যবহার না করে জৈব কম্পোস্ট সার ব্যবহার করে ফসল উৎপাদন ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণের আওতায় নিয়ে কাজ করছে।ইকো ভিলেজ ঘোষণা করা গ্রাম গুলো হলো টাউনশ্রীপুর, রত্নেশ্বরপুর,পুটিমারী,টিকেট,নাজিরের ঘের,বড়শান্তা,জগন্নাথপুর, ও আটশত বিঘা।
টাউনশ্রীপুর ও রত্নেশ্বরপুরঃ
টাউনশ্রীপুরের কেদারমাঠের অনুষ্ঠানে আফসার আলী স্যারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আব্দুল মতিন বকুল, আরো উপস্থিত ছিলেন উইপি সদস্য মাহাবুবুর রহমান,কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন, ফ্যাসিলিটেটর কাউছার আলী।
পুটিমারী ও টিকেটঃ
প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান- প্রভাস চন্দ্র মন্ডল, আরো উপস্থিত ছিলেন
সংরক্ষিত মহিলা ইউপি সদস্য – শ্যামলী রানী। ৭৮৯ নং ওয়ার্ড, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যোৎস্না বালা, ফ্যাসিলিটেটর মুকুল হোসেন।
নাজিরের ঘের ও বড় শান্তাঃ
প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান- ফরহাদ হোসেন হীরা,
ইউপি সদস্য- নজরুল ইসলাম ৮ নং ওয়ার্ড, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান , ফ্যাসিলিটেটর মুকুল হোসেন।
জগন্নাথপুর ও আটশত বিঘাঃ
প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম শেখ,ইউপি সদস্য খাদিজা বেগম, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নিলাদ্রী বিশ্বাস, ফ্যাসিলিটেটর প্রসেনজিৎ সরকার, অনিমেষ ঘোষ,রেজাউল ইসলাম,সুমি মন্ডল প্রমূখ।