দেবহাটা প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৪ , ১১:৩৭:৩৫ প্রিন্ট সংস্করণ
দেবহাটায় ছাত্র জনতার শান্তি সমাবেশে জামায়াতের আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার:
হানাহানি, দাঙ্গা নয়, শান্তিশৃঙ্খলা বজায় রেখে আগামীর বাংলাদেশ গড়তে হবে
জামায়াত ইসলামী বাংলাদেশের আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, ক্ষমতার অপব্যবহার করে হয়রানি, হানাহানি, দাঙ্গা, সংঘাত করা যাবে না। সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে। মুসলিম, অমুসলিম কোন মানুষের বাড়িঘর ভাংচুর, সম্পত্তি দখল কিংবা তাদের উপর হামলা করা যাবে না। মানুষকে ভালবাসতে হবে। যারা জুলুম করেছে তাদের কাতারে আমরা যেতে চাই না। সবাইকে সাধারণ ক্ষমা করে দিতে হবে। আমরা একে অপরের ক্ষতি করবো না। সবাই মিলে সুন্দর সমাজ ও দেশ প্রতিষ্ঠা করবো।
সোমবার (১৩ আগস্ট) উপজেলার সখিপুর সরকারি খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ মাঠে ছাত্র জনতার আয়োজনে শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জেলার অন্যতম সদস্য এম আসাদুজ্জামান মুকুল, উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ সিরাজুল ইসলাম। উপজেলা জামাতের সেক্রেটারী মাওলানা এইচ এম ইমদাদুল হকের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, সাবেক পারুলিয়া ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন, উপজেলা নায়েবী আমীর মহিউদ্দীন মাহমুদ, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আনারুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আবু ইউসুফ, সখিপুর ইউনিয়ন আমীর মাওলানা ইয়াকুব আলী, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাহাবুব আলম, দেবহাটা ইউনিয়ন আমীর আবুল হোসেন, উপজেলা ইউনিট সদস্য সোলাইমান হোসেন, জিয়াউর রহমান, মাসুম খান চৌধুরী, দেবহাটা দক্ষিণ শাখা ছাত্র শিবিরের সভাপতি আশিকুজ্জামান, উত্তর শাখা ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান, হিন্দুধর্মীয় নেতা বাসুদেব সরকার প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শতশত সাধারণ মানুষ অংশ নেন।