জাতীয়

সকল মন্ত্রণালয়ের সচিব ও কমিশন প্রধানদের অপসারণ দাবি

  সকালের দুনিয়া ডেস্ক ১৩ আগস্ট ২০২৪ , ৫:৪১:১৩ প্রিন্ট সংস্করণ

সকল মন্ত্রণালয়ের সচিব ও কমিশন প্রধানদের অপসারণ দাবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

দেশের সকল মন্ত্রণালয়ের সচিব ও কমিশনের প্রধানদের আওয়ামী লীগ সরকারের ‘দোসর’ উল্লেখ করে তাদের আজকের মধ্যেই অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অন্যথায় সচিবালয় ঘেরাও করা হবে বলেও জানানো হয়। মঙ্গলবার (১৩ আগস্ট) নিজেদের ফেসবুক পোস্টে এমন ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েম। 

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সকল মন্ত্রালয়ের সচিব এবং সকল কমিশনের প্রধানকে আজকের মধ্যে অপসারণ করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন কমিশনসহ সকল কমিশনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনও বসে আছে। আজকের মধ্যেই সকল ফ্যাসিস্ট আমলাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে এবং সৎ, যোগ্য ও দেশপ্রেমিক আমলাদের নিয়োগ দিতে হবে।

আরেক সমন্বয়ক সাদিক কায়েম বলেন, ‘সকল সচিব এবং দপ্তর, অধিদপ্তর, ও কমিশন প্রধানকে আজকের মাঝে অপসারণ করতে হবে। না করলে প্রশাসনের ভেতরে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মা সরাতে সচিবালয় ঘেরাও হবে।

আরও খবর

                   

সম্পর্কিত