প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৪ , ১:৪৯:০১ প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে আন্তর্জাতিক তিনটি সম্মেলনে যোগ দিতে তিন দেশ সফরে ঢাকা ত্যাগের কথা ছিল। এর মধ্যে তিনি সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থা ও গাজায় ইসরায়েলের হামলাজনিত পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করেছেন।
সেক্ষেত্রে এই দুদেশের সম্মেলনে বাংলাদেশ থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি যোগ দিতে পারেন
এ প্রসঙ্গে এক কূটনীতিক বলেন, প্রধানমন্ত্রী ২৪-২৭ এপ্রিল থাইল্যান্ড সফর করবেন। সফরের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর ওই সফরে থাইল্যান্ডের সঙ্গে ছয়টি চুক্তি হতে পারে।