প্রতিনিধি ১২ আগস্ট ২০২৪ , ৪:৫৩:৫৭ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ইমরান হোছাইনকে বরখাস্তের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা।
কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে রেড ক্রিসেন্ট, শিক্ষার্থীদের মিলাদ মাহফিল ও বিএনসিসির বরাদ্দকৃত টাকা লোপাটের অভিযোগ এনে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক শওকত আলী এ অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষকের অবস্থান কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছন শিক্ষার্থীরাও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
শিক্ষক শওকত আলী অভিযোগ করে বলেন, আমি অধ্যক্ষের সঙ্গে ২০১৮ সাল থেকে শিক্ষকতা করছি। মোহাম্মদ ইমরান হোছাইন দায়িত্ব পাওয়ার পর তিনি আমাকে রেডক্রিসেন্টের ভারপ্রাপ্ত শিক্ষক কর্মকর্তা হিসেবে নিয়োগ করেন। রেড ক্রিসেন্টের টাকাগুলো অল্প পরিসরে খরচ করে বাকি টাকা তোলে নিতেন।
তিনি বলেন, দল গঠনের জন্য কোনো খরচ না হলেও দল গঠনের নামে টাকা তুলে নিয়েছেন অধ্যক্ষ। শিক্ষার্থীদের কোনো উপকরণ না দিয়েও রেডক্রিসেন্টের প্রশিক্ষণের জন্য ২৭ হাজার টাকার মতো তুলে নেওয়া হয়। কলেজশিক্ষার্থী মিফতাফুল ইসলাম সাহেদ বলেন, আমাদের মিলাদের নামে কলেজ ফান্ড থেকে টাকা উঠানো হয়েছে। কিন্তু আমরা মিলাদের কোনো মিষ্টি পাইনি।
রোবার সদস্য নবী হোসেন বলেন, আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ বাজেট থাকার পরও আমরা কলেজ থেকে ড্রেস বা অন্যন্য সুযোগ কোনো সুবিধা দেয়নি অধ্যক্ষ স্যার।
জানতে চাইলে অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ইমরান হোছাইন কালবেলাকে বলেন, আমি কলেজের অন্যান্য শিক্ষকের সঙ্গে কথা বলেছি। ওনাদের কিছু অভিযোগ রয়েছে। আমি টাকা-পয়সা খেয়ে ফেলেছি, অনেক লোপাট করে ফেলেছি এসব অভিযোগগুলো সঠিক নয়।