জাতীয়

ইসির ৪ কর্মকর্তাকে বদলি

  সকালের দুনিয়া ডেস্ক ১২ আগস্ট ২০২৪ , ১২:৫৬:১০ প্রিন্ট সংস্করণ

ইসির ৪ কর্মকর্তাকে বদলি
ছবি:সংগৃহীত

নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের উপসচিব পদমর্যাদার চার কর্মকর্তার কর্মস্থল বদলি করা হয়েছে।

রোববার ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনকে বদলি করে উপসচিব হিসেবে সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ শাখায় বদলি করা হয়েছে।

আর নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মো. আতিয়ার রহমানকে বদলি করে নির্বাচন পরিচালনা-১ অধিশাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচন পরিচালনা-১ শাখার উপসচিব এম. মাজহারুল ইসলামকে বদলি করে মানব সম্পদ উন্নয়ন ও কল্যাণ শাখায় উপসচিব করা হয়েছে। আর মানব সম্পদ উন্নয়ন ও কল্যাণ শাখার উপসচিবকে মোহাম্মদ নুরুল আলমকে বদলি করে রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত