বিনোদন ডেস্ক ১২ আগস্ট ২০২৪ , ১২:২২:১১ প্রিন্ট সংস্করণ
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটির মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা। কিন্তু হঠাৎ করে সংসার জীবনে শুরু হয় টানাপোড়েন। ২০২১ সালে সামান্থা রুথ প্রভু-নাগা চৈতন্য দীর্ঘ চার বছরের সংসারে ইতি টানেন। গত বৃহস্পতিবার জীবনে নতুন ইনিংস শুরু করেছেন নাগা। দক্ষিণের এই অভিনেতা শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সেরেছেন। এরপরই আলোচনায় চাঞ্চল্যকর একটি তথ্য- বিচ্ছেদের কয়েক মাস আগেই নাগার সন্তানের মা হতে চেয়েছিলেন সামান্থা!
সামান্থা বলেছিলেন, একটি শর্তেই তিনি অভিনয় করতে পারেন এই ছবিতে। শুটিং শেষ হতে হবে ২০২১-এর জুলাই বা আগস্টের মধ্যে। কারণ তার পরে তিনি মা হওয়ার পরিকল্পনা করছিলেন। পরিবারকেই নাকি অগ্রাধিকার দিয়েছিলেন অভিনেত্রী।
সেই স্বপ্ন পূরণ হয়নি সামান্থার। নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তিনি। গত কয়েক দিন ধরে জল্পনা চলছিল, শোভিতার সঙ্গে সম্পর্কে নাগা। কিন্তু সেই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তারা কেউই।অবশেষে গত বৃহস্পতিবার শোভিতাকে বিয়ে করেন নাগা।