সকালের দুনিয়া ডেস্ক ১১ আগস্ট ২০২৪ , ১:৪৫:০৩ প্রিন্ট সংস্করণ
শনিবার বিকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে সেখান আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
যা হয়ে গেছে সেটা থেকে আমরা মুক্ত হতে চাই উল্লেখ করে ড. ইউনূস বলেন, আমরা নতুন করে পুনর্জন্ম লাভ করতে চাই। আমরা একটা পরিবার। সবাই সবাইকে রক্ষা করব, সবাইকে সবার থেকে উপরে ওঠার চেষ্টা করব। তবে যারা অপরাধী তাদের বিচার করতেই হবে। তা না হলে মুক্তি পাবো না। যে নিরাপরাধ তার ওপরে কোনো রকমের একটা অপবাদ লাগিয়ে অত্যাচার করে আমরা যেন আবার বর্বরতার দিকে না যাই। প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। সবাই যেন আমরা একত্রিত হতে পারি। আমরা আমরাই, আমরা গলাগলি করে বাঁচতে চাই। সব মতের মানুষ যেন আমরা এক হই।