জাতীয়

অফিস শুরু করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

  সকালের দুনিয়া ডেস্ক ১১ আগস্ট ২০২৪ , ১২:২৩:১৬ প্রিন্ট সংস্করণ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এরইমধ্যে মনোনীত উপদেষ্টাদের মাঝে দায়িত্ব বণ্টন করেছেন। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব পেয়ে প্রথমবারের মতো সচিবালয়ে অফিস শুরু করলেন তিনি।

দায়িত্ব গ্রহণ শেষে আজ রোববার প্রথমবারের মতো সচিবালয়ে অফিস শুরু করলেন আসিফ। এসময় তাকে বরণ করে নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ ছাড়াও অন্যান্য কর্মকর্তারা। পরে নিজের রুমে উর্ধ্বতন সব কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন এই ক্রীড়া উপদেষ্টা।এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন। এমনকী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিও তিনি। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। পরদিন ভেঙে দেওয়া হয় সংসদ। এতে বিলুপ্ত হয়ে যায় মন্ত্রিসভাও।

আরও খবর

                   

সম্পর্কিত