জাতীয়

ঢাকা এলিভেটেড ওক্সপ্রেসওয়েতে আগুন

  ডেস্ক প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৪ , ৮:২২:৪১ প্রিন্ট সংস্করণ

ঢাকা এলিভেটেড ওক্সপ্রেসওয়েতে আগুন
ঢাকা এলিভেটেড ওক্সপ্রেসওয়ে ছবিঃ সংগৃহীত

ঢাকা এলিভেটেড ওক্সপ্রেসওয়ের রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার অংশে ‘অডি’ ব্রান্ডের একটি বিলাসবহুল গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাড়িটির জ্বালানির সিলিন্ডার থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। পরে এলিভেটেড ওক্সপ্রেসওয়ের নিরাপত্তা কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করে। জানা গেছে গাড়িতে চালক সহ ৪ জন যাত্রী ছিলেন। আগুন লাগার সাথে সাথেই তারা নেমে যান বলেও জানান স্থানীয়রা।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাড়িটি দ্রুতবেগে আসার কারণেই এ ঘটনা ঘটেছে বলেও ধারণা স্থানীয়দের।

আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস বা এক্সপ্রেসওয়ে সংশিষ্ট কারোর মতামত এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আরও খবর

                   

সম্পর্কিত