শরীয়তপুর প্রতিনিধি ৯ আগস্ট ২০২৪ , ১০:২৫:১০ প্রিন্ট সংস্করণ
পুলিশ সংস্কারের ১১ দফা দাবি জানিয়ে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলার কর্মরত পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ লাইনসের সামনে এ বিক্ষোভ করেন পুলিশ সদস্যরা। এতে অংশ নেন জেলার অন্তত এক হাজার পুলিশ সদস্য।
তারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ সদস্যদের ভাই-বোন, আত্মীয়-স্বজন অংশ নিয়েছেন। তাই পুলিশ সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। তবে বাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের স্বার্থ হাসিলের জন্য এই আন্দোলনে পুলিশ সদস্যদের ব্যবহার করে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং এতে অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাই সব পুলিশ সদস্যদের হত্যার সঙ্গে জড়িতদের বিচারের পাশাপাশি ১১ দফা বাস্তবায়নে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।