ধর্ম

মানববন্ধন ও বিক্ষোভের ডাক দিয়েছেন বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক

  বিশ্বনাথ সরকার ৮ আগস্ট ২০২৪ , ৭:১০:০৬ প্রিন্ট সংস্করণ

দেশের বর্তমান প্রেক্ষাপটে সনাতনী জাতিগোস্টির উপর নির্যাতন, নিপীড়ন,লুটপাট,দখলবাজি সহ দেশত্যাগের হুমকি প্রদানের জন্য আগামীকাল ০৯ আগস্ট /২০২৪ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ব্যানারটি। জানা যায় বৈষম্যমুক্ত বাংলাদেশে স্বস্তিতে বাঁচতে চাই এই স্লোগানে আগামীকাল বিকেল ৩ ঘটিকায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিকের ডাকে অংশগ্রহন করবে হাজারো সনাতন ধর্মালম্বীরা।

আরও খবর

                   

সম্পর্কিত