স্পোর্টস ডেস্ক ৮ আগস্ট ২০২৪ , ২:০৯:৫০ প্রিন্ট সংস্করণ
ক্রিকেট ক্যারিয়ারে অনেকবারই খারাপ সময়ের মুখোমুখি হয়েছেন সাকিব আল হাসান। কখনো আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন, কখনো খারাপ ফর্ম কিংবা ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে হয়েছেন সমালোচিত। তবে এবারের ঘটনা ছাড়িয়ে গেছে অতীতের সব।
গত ৫ আগস্ট (সোমবার) ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছিলেন শেখ হাসিনা। সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান।
কানাডার গ্লোবাল লিগ খেলতে সাকিব আল হাসান এখন কানাডায়। আগামী ১২ আগস্ট পর্যন্ত তার অনাপত্তিপত্র দেওয়া আছে। সেই হিসেবে আগামী ১৩ আগস্ট তার দেশে ফেরার কথা তার। এমনটাই জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস।
এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘সাকিব আল হাসানের ১২ আগস্ট পর্যন্ত এনওসি আছে। ১৩ আগস্ট দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজ ৭ আগস্ট। তার আরও ২-৩টি খেলা রয়েছে। আমরা তার সঙ্গে যোগাযোগ করে, তার পরিকল্পনা জানার চেষ্টা করবো।’গুঞ্জন আছে, এমন পরিস্থিতিতে হয়তো দেশে ফিরবেন না তিনি। সে রকম বাধ্যবাধকতাও নেই অবশ্য। কারণ তিনি এবং তার স্ত্রী-সন্তানরা যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তবে তার ক্রিকেট ক্যারিয়ার চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে।