সারাদেশ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের শ্রদ্ধা জানাতে বোরহানউদ্দিনে মোমবাতি প্রজ্বলন

  ভোলা প্রতিনিধি: ইউসুফ হোসেন অনিক ৮ আগস্ট ২০২৪ , ১:৪৫:১৬ প্রিন্ট সংস্করণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের শ্রদ্ধা জানাতে বোরহানউদ্দিন উপজেলা শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের আয়োজনে বুধবার সন্ধ্যায় উপজেলা চত্বরে শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। মোমবাতি প্রজ্জ্বলনে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান, বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, বোরহানউদ্দিন পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র মাহফুজুর রহমান আকাশ, আহম্মেদ শাকিল, শাহ মোহাম্মদ উল্লাহ, ফরহাদুর রহমান সোহান, আহসান উল্লাহ, আবিদ, এম এমদাদ খান, অভি, জাহিদুল ইসলাম, মোঃ রাহাদ, জাহিদুল ইসলাম তুহিন, ইমাম হোসেন,মোঃ শামিম আলম,
রিজোয়ান, মাসুহু রহমান মাটি, মোঃ হেলালসহ উপজেলার বিভিন্ন কলেজের ছাত্রবৃন্দ।

আরও খবর

                   

সম্পর্কিত