আন্তর্জাতিক ডেস্ক ৭ আগস্ট ২০২৪ , ১২:৫৯:০৬ প্রিন্ট সংস্করণ
ছাত্র বিক্ষোভের কাছে হার মানতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৷ সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন হাসিনা৷ উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকাগামী সমস্ত বিমান পরিষেবা বাতিল করেছে একাধিক ভারতীয় বিমান সংস্থা ৷ আচমকাই উত্তাল পড়শি দেশে আটকে পড়েন বহু ভারতীয়। তবে অবশেষে স্বস্তির প্রত্যাবর্তন! এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে বাংলাদেশ থেকে দেশে ফিরলেন ২০৫ জন ভারতীয়। বুধবার সকালে ঢাকা থেকে দিল্লি নামেন ওই যাত্রীরা। তাদের মধ্যে ছিল ছয় শিশুও।
এয়ার ইন্ডিয়ার সূত্রের বরাত দিয়ে এএনআইয়ের প্রতিবেদেন বলা হয়েছে বুধবার সকালের দিকে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যাওয়া সেই ফ্লাইটটি ছিল বিশেষ চার্টার ফ্লাইট।প্রতিবেশী দেশের অস্থির পরিস্থিতির মধ্যে এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ইন্ডিগো ঢাকাগামী একাধিক বিমান পরিষেবা বাতিল করা হয়েছিল। কিন্তু বুধবার থেকে দু’দেশের রাজধানী অর্থাৎ দিল্লি-ঢাকা রুটে ফের বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। যদিও পরিস্থিতি এখনই স্বাভাবিক হচ্ছে না। আপাতত দিনে এবং সন্ধ্যায় একটি বিমান দুই দেশের মধ্যে চালাবে এয়ার ইন্ডিয়া।