স্পোর্টস ডেস্ক ৭ আগস্ট ২০২৪ , ১২:৩২:২৪ প্রিন্ট সংস্করণ
নিবার্য কারণবশত ৪৮ ঘন্টা বিলম্বিত হচ্ছে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দু’টি চারদিনের এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ রাতে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ’ দলের সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি।