খেলা

শহীদদের জন্য খেলোয়াড়দের মোনাজাত

  স্পোর্টস ডেস্ক ৭ আগস্ট ২০২৪ , ১২:২৮:৩৯ প্রিন্ট সংস্করণ

কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করেছেন ক্রিকেটাররা। কয়েকদিনের স্থবিরতা কাটিয়ে কার্যক্রম শুরু হয়েছে ক্রিকেটের।

বুধবার সকাল ১০টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ দলের অনুশীলন শুরু হয়।  

অনুশীলনের শুরুতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন ক্রিকেটাররা। পরে তারা মোনাজাত ধরে তাদের জন্য দোয়া করেন।  

কয়েকদিনের মধ্যেই পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে ‘এ’ দলের। এই স্কোয়াডে আছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজ-এনামুল হক বিজয়রা। যদিও রাজনৈতিক পরিস্থিতির কারণে অনুশীলন স্থগিত ছিল।  

আরও খবর

                   

সম্পর্কিত