অনলাইন ডেস্ক ৫ আগস্ট ২০২৪ , ২:০২:১৫ প্রিন্ট সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ ও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। এজন্য পুলিশের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিন আজ সোমবার সকালে রাজধানী ঢাকার সড়কগুলো ফাঁকা দেখা গেছে। সকাল থেকে রাস্তায় গণপরিবহন একেবারেই দেখা যায়নি। রিকশা, মোটরযুক্ত রিকশা আর ব্যাটারিচালিত অটোরিকশায় করে লোকজন গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যআন্দোলনের নামে কেউ যাতে সহিংসতা-নাশকতা করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ঢাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। চেকপোস্টে আসা সবাইকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক উত্তর না পেলে চেকপোস্ট পার হতে পারছে না কেউ।
আন্দোলন কঠোরভাবে দমনের সিদ্ধান্ত এরই মধ্যে নিয়েছে সরকার। তার ছাপ দেখা গেছে সোমবার সকালে ঢাকা ঘুরে।
গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনা-পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। শাহবাগের আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়েই অবস্থান নিয়ে আছে সেনা ও পুলিশ সদস্যরা। রিকশারোহী কিংবা পথচারী কাউকে শাহবাগের দিকে যেতে দিচ্ছে না।
শাহবাগ থানার সামনেও রয়েছে পুলিশ, সেনাবাহিনীর একটি সাঁজোয়া যানও রয়েছে সেখানে। সকাল সাড়ে ৯টার দিকে এক যুবক শাহবাগের দিকে এলে তাকে পেটাতে দেখা যায় পুলিশকে।
মৎস্য ভবন এলাকায়ও একটি সাঁজোয়া যান নিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ। সেখানে দাড়ি-টুপি পরা কাউকে দেখলেই থামিয়ে তল্লাশি করা হচ্ছে।