বিনোদন

গান বাংলা টিভিতে ভাঙচুর, যা বললেন তাপস

  বিনোদন ডেস্ক ৫ আগস্ট ২০২৪ , ১০:৩৩:৫১ প্রিন্ট সংস্করণ

গান বাংলা টিভিতে ভাঙচুর, যা বললেন তাপস
ছবি:সংগৃহীত

ধ্বংসস্তূপে পরিণত হলো দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলা। চলমান কোটা সংস্কার থেকে সৃষ্ট সহিংসতায় রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ভবনটির বেশিরভাগ ফ্লোরজুড়েই ছিলো চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস বিষয়টি নিশ্চিত করেছেন ।

রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত এ ভবনটি আক্রমণ করার সময়ের একটি ভিডিওতে দেখা গেছে, ৮ থেকে ১০ তলা এই ভবনের বাইরের প্রায় সব গ্লাস ভেঙে ফেলা হয়েছে। এমনটি ভেতরে ঢুকে সকল যন্ত্রাংশ ভেঙে বাইরেও ফেলে দেওয়া হচ্ছে। ভবনের সামনেই জ্বলছিল আগুন।

গানের চ্যানেলের ওপর কেন এমন আক্রোশ? জানতে চাইলে কোনো উত্তর দিতে পারেননি তাপস। ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন তিনি।

তবে তিনি দু:খভারাক্রান্ত মনে ফেসবুকে লিখেছেন, জীবনযুদ্ধে আমি এক লড়াকু সৈনিক। আমার মৃত্যু হয় রোজ। তবুও জন্ম নেই দৈনিক। আমি তাপস।

তিনি আরও লেখেন, বাংলাদেশের একমাত্র সংগীত বিষয়ক টেলিভিশন চ্যানেল গানবাংলা হত্যা করে যারা লাল-সবুজ পতাকা উত্তোলন করলেন তাদের প্রতি একটাই প্রশ্ন, কেন?

উল্লেখ্য, গানবাংলা চ্যানেলে বিভিন্ন সময় দেশের প্রায় সব সংগীতশিল্পীকে গাইতে দেখা গেছে। এছাড়াও সরকারি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করতেন তাপস। অনেকেই বলছেন, সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি সর্বমহলেরই জানা। সে কারণেও হয়তো বিক্ষুব্ধ জনতা চ্যানেলটিতে ধ্বংসযজ্ঞ চালিয়ে থাকতে পারে।

এর আগে এই আন্দোলনের অংশ হিসেবে দেশের প্রধান গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনেও আগুন জ্বালিয়য়ে দেয় দুষ্কৃতকারীরা।

আরও খবর

                   

সম্পর্কিত