সারাদেশ

নালিতাবাড়ীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ৬:৫৩:১২ প্রিন্ট সংস্করণ

নালিতাবাড়ীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টার সময় গড়কান্দা এলাকা থেকে উত্তর বাজার এলাকায় এসে মিছিলটি শেষ হয়।

জানা গেছে, উপজেলা ও শহর আওয়ামী লীগের নেতা কর্মীরা সকাল থেকেই গড়কান্দা এলাকায় এসে জড়ো হতে থাকে। পরে সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারাগঞ্জ উত্তর বাজার এসে শেষ হয়। ওই দিকে সরকারী নাজমুল স্মৃতি কলেজের সামনের সড়কে বৈষম্য বিরোধীর ২০-২৫ জন শিক্ষার্থী ঘণ্টাখানেক অবস্থান করে চলে যায়। কোটা বিরোধীরা কোথাও নাশকতা করেনি বলে জানা গেছে। বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. ওয়াজ কুরুনী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ বকুল, সারোয়ার আহাম্মেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক আবদুল ওয়াহাব, জাহাঙ্গীর আলম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আরও খবর

                   

সম্পর্কিত