দিনাজপুর জেলা প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ৬:১৮:৩৪ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য (জাতীয় সংসদের হুইপ) ইকবালুর রহিম ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই সময়ে হুইপের বাসার সামনে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর ও এগুলোতে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও ছররা গুলি নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেছে। পুলিশের ছররা গুলির আঘাতে অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার কথা জানা গেছে।
আজ রবিবার বেলা সাড়ে বারোটার দিকে দিনাজপুর শহরের হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রায় শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়েছে পুলিশ। সদর হাসপাতাল, জোড়া ব্রিজ, ফুলবাড়ি বাসস্ট্যান্ড, লিলির মোড়, বাহাদুর বাজার, স্টেশন রোড, কাচারী রোড, মডার্ন মোড়, বুটিবাবুর মোড়, মুন্সীপাড়াসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া চলছে। এসব ঘটনায় আহত হয়েছে কমপক্ষে অর্ধশতাধিক।
এর আগে সকাল ১০টা থেকে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। হাজারো মানুষের একটি বিক্ষোভ মিছিল পলিটেকনিক মোড় থেকে বালুবাড়ি শহীদ মিনার মোড় হয়ে জোড়া ব্রিজের কাছাকাছি আসে। এরপর পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে আন্দোলনকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এর কিছুক্ষণ পরেই হুইপের বাড়ির ভেতরে আগুন জ্বলতে দেখা যায়।
দিনাজপুর শহরের বুটি বাবুর মোড়ে রোববার বেলা একটার দিকে পুলিশের দুটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করা হয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সুত্রে জানা যায়, আহত হয়ে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা পুলিশের কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও ছররা গুলিতে আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫ বছর বয়সী এক যুবকের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।